বর্তমান ফুটবল বিশ্বের উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন ক্রিশ্চানো রোনাল্ডো। যিনি শুধু একের পর এক রেকর্ড করে চলেছেন শুধু তাই নয় সেই সাথে নিজের দল জুভেন্টাসকে সুন্দর গতিবেগে এগিয়ে নিয়ে চলেছেন টুনামেন্ট জেতার লক্ষ্যে। আর তাই রোনাল্ডোর উজ্জ্বল আলোয় এই মুহূর্তে ঝাপসা হয়ে উঠছে লিওনেল মেসির মতো তারকা ফুটবলাররা। প্রত্যেকদিন রোনাল্ডো নিজের প্রতিভা দিয়ে জয় করে নিচ্ছেন ফুটবলপ্রেমীদের মন। শুধু ক্লাবের হয়েই নয় বরং দেশের হয়েও সফলতা রয়েছে রোনাল্ডোর আর তাই বর্তমান ফুটবলের সেরা তারকা হিসাবে ধরা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
জুভেন্টাসের জার্সি পড়ে মঙ্গলবার এই মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেয়ার লেভারকুশেনের বিরুদ্ধে পাওলো দিবালার পাস ম্যাচের 88 মিনিটে কোনাকুনি শটে গোল করেন ক্রিশ্চানো রোনাল্ডো। আর এই গোলের সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ে 127 টি গোল হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর।
শুধু তাই নয় বেয়ার লেভারকুশেনের বিরুদ্ধে এই গোলটি করার সাথে সাথে চ্যাম্পিয়ন লিগে ভিন্ন ভিন্ন 33 টি ক্লাবের বিরুদ্ধে গোল করার এক অনবদ্য রেকর্ড তৈরি করলেন রোনাল্ডো। এতদিন পর্যন্ত 32 টি আলাদা আলাদা ক্লাবের বিরুদ্ধে গোল করে তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে ছিলেন ক্রিশ্চানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। আর আজ এই গোলের সুবাদে রোনাল্ডো করে ফেললেন 33 টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিরুদ্ধে গোল আর সেই সাথে তালিকার প্রথম স্থানে উঠে এলেন এই পর্তুগীজ সুপারস্টার।
রাউল গঞ্জালেস 33 টি ভিন্ন ক্লাবের বিরুদ্ধে গোল করে এতদিন পর্যন্ত এই তালিকার শীর্ষে ছিলেন। আজকের পর থেকে রাউল গঞ্জালেসের সাথে যুগ্মভাবে তালিকার শীর্ষ স্থানে উঠে এলেন জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই সাথে এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন লিগে 105 টি ম্যাচ জেতার রেকর্ড নিয়ে ইকের ক্যাসিয়াস কে ছাপিয়ে গেলেন রোনাল্ডো।