বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে যা বাঙালির উৎসব প্রিয় মানুষের কাছে অনেকটাই পেন্ডুলাম মত। ব্যাংক এ অশনিসংকেত।
লাগাতার ব্যাংক বন্ধে মুশকিলে পড়তে পারেন সাধারন মানুষ। তবে স্বস্তির কথা এটা এই যে কোন ব্যাঙ্ক ধর্মঘট এর নোটিশ নয়।
এবার অক্টোবরেই পড়ছে সবস্ত অনুষ্ঠান৷ এই মাসে রয়েছে ভাইফোঁটা৷ ফলে, হাতে টাকা রাখতেই হবে৷ অক্টোবর মাস ৩১ দিনের হলেও ছুটি বাদ দিলে ব্যাংক দেখা যাবে মাত্র ২০ দিন৷ আজ বুধবার গান্ধী জয়ন্তী, ৬ তারিখ রবিবার৷ ৭ ও ৮ তারিখ শারদ উৎসবের ছুটি৷ ১২-১৩ তারিখ মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার হয় বন্ধ থাকবে ব্যাংক৷ ২০ অক্টোবর রবিবার৷ ২৬-২৭ অক্টোবর মাসের চতুর্থ শনিবার ও রবিবার৷ বন্ধ থাকবে৷
তাই শুধু এটিএম এর উপর ভরসা না করতে বলেছেন ব্যাংক কর্তৃপক্ষ। তাদের মতে প্রয়োজনীয় টাকা তুলে রাখার জন্য অনুরোধ করেছেন গ্রাহকদের। উল্লেখ্য এর আগে দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা থাকলেও তা পরবর্তীকালে উঠিয়ে নেওয়া হয়েছিল। গ্রাহকদের কথা ভেবে। আর এইবার এই ছুটি অনেকটাই যে গ্রাহকদের চিন্তার ভাঁজ বাড়াবে সেটা বলাই বাহুল্য।