ভারত চিরকাল হিন্দু রাষ্ট্র ছিল, আছে এবং থাকবেঃ মোহন ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত বলেন (Mohan Bhagwat), ‘ভারত হিন্দু রাষ্ট্র, এটা প্রকৃত সত্য, আর এটাকে কেউ বদলাতে পারবেনা, এটাকে আমরা বানাই নি, যুগ যুগ ধরে এটা চলে আসছে। ভারতে যদি একটা হিন্দু অবশিষ্ট থাকে, তাহলেও ভারত হিন্দু রাষ্ট্র। এটাই সত্য, বাকি সব স্থান, কাল আর পরিস্থিতি অনুযায়ী বদলাবে।”

‘দ্য আরএসএসঃ রোডম্যাপ ফর ২১ সেঞ্চুরি” পুস্তকের উদ্বোধনে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, এই পুস্তক সমাজকে সঙ্ঘ দেখাবে আর সঙ্ঘই চর্চায় বিষয় হবে। উনি বলেন, ‘সঙ্ঘ পুস্তকের বন্ধনে আবধ্য না, কিন্তু পুস্তক আশা আর দিশা দুটোই দেখায়।”

images 2019 10 02T182036.446

আরএসএস প্রধান ‘দ্য আরএসএসঃ রোডম্যাপ ফর ২১ সেঞ্চুরি” পুস্তককে সঙ্ঘের ব্যাপারে মিথ্যে রটনা গুলোকে দূর করা পুস্তকও বলেন। উনি বলেন, এই পুস্তক পড়লে সঙ্ঘের ব্যাপারে আপনার ভ্রান্ত ধারণা গুলো দূর হবে। এছাড়াও এই পুস্তকে সঙ্ঘের ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন।

মোহন ভাগবত বলেন, ‘যারা সবাইকে একসুত্রে বেঁধে রাখতে পারে, যারা বলে আমরা হিন্দু না, আপনি যেই হন না কেন, আপনি আমাদেরই, আর এটা মেনেই গোটা সমাজ সমৃদ্ধ হবে, এটাই হল সঙ্ঘ।” উনি বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাসী সঙ্ঘ। এখানে অনেক মত থাকার পরেও মতভেদ হয়না।” এছাড়াও উনি বলেন, ‘এটাই প্রকৃত সত্য যে, ভারত হিন্দু রাষ্ট্র। এটাকে কেউ বদলাতে পারবেনা। আমরা এটাকে বানাইনি, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। এই দেশে যদি একজন হিন্দুও অবশিষ্ট থাকে, তখনও এই দেশ হিন্দু রাষ্ট্র হিসেবেই মান্যতা পাবে।”

সম্পর্কিত খবর