বাংলা হান্ট ডেস্ক : সামাজিক মাধ্যমের দৌলতে আজ বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষের যোগাযোগের পথ যেমন সহজ হয়েছে তেমনি বাড়ছে বিপদ৷ফেসবুকের জন্য ঘর ভাঙার খবর নতুন কিছু নয়৷ অনেক সময় দেখা যায় স্বামীর সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে মনোমালিন্য হলে অমনি ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে কথা বলা বা সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন নারী পুরুষ উভয়েই৷ এ বার সেই ফেসবুক বন্ধুর প্রেমে পাগল হয়ে স্বামী সন্তান ছেড়ে তাঁর কাছে ছুটলেন এক মহিলা, এলাহাবাদের প্রয়াগ রাজের এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে গোটা দেশে৷
দিল্লির বাসিন্দা বছর পঁচিশের এক যুবতী ফেসবুকে এক ব্যক্তির প্রেমে পড়ে দিল্লি ছেড়ে সোজা প্রেমিককে নিয়ে এলাহাবাদে চলে যান৷ এক দিকে যুবতী নিখোঁজ হওয়ার পর চিন্তায় পড়েন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা৷ অন্য দিকে যুবকের বাড়ির সদস্যরাও ছেলেকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন৷ এক দিকে মহিলাকে খুঁজতে এলাহাবাদে চলে যান তাঁর স্বামী ও ছেলে
স্ত্রীর মোবাইল নম্বর ট্র্যাক করে যে হোটেলে তাঁরা উঠেছিলেন সেখানে পৌঁছন তিনি৷ এর পর খুলদাবাদ পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয় যুবকের পরিবারের সদস্যদের৷ তার পর বুঝিয়ে শুনিয়ে মহিলাকে তাঁর স্বামীর সঙ্গে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় এবং যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে ওই যুবককে বাড়ি পাঠানো হয়৷