অনুপ্রবেশকারী আটকাতে কঠোর সিদ্ধান্ত ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্ক : এবার অনুপ্রবেশকারীদের আটকাতে সীমান্তে সাপ ও কুমির ছাড়ার কথা বললেন ট্রাম্প। যদিও বর্তমানে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের কারণে আন্তর্জাতিক সংবাদের শিরোনামে প্রায়ই থাকেন।

trump video games
Donald Trump

এছাড়াও তিনি আরও বলেন, আমেরিকার সীমান্তে এমন পাঁচিল দেওয়া হবে, যা টপকানো সম্ভব হবে না কোনো অনুপ্রবেশকারীর। পাঁচিলের গায়ে লাগানো থাকবে বর্ষার ফলা। কেউ যদি পাঁচিল ডেঙানোর চেষ্টা করে তাহলে ক্ষতবিক্ষত হয়ে যাবে দেহ। শুধু এখানেই থেমে থাকেননি তিনি এর পাশাপাশি তিনি আরও বলেন, পাঁচিলের গায়ে থাকবে গভীর পরিখা, তার জলে ছাড়া থাকবে বিষধর সাপ ও কুমির। কেউ যদি ভুল করে পাঁচিল টপকায় সে সাপ ও কুমিরের আক্রমণে মারা পড়বে।

গত মার্চ মাসে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানানা ট্রাম্প। এছাড়া প্রশাসনের শীর্ষ কর্তাদের তিনি নির্দেশ দেন, খুব তাড়াতাড়ি মেক্সিকো সীমান্তে ২ হাজার কিলোমিটার এলাকায় বেড়া দেয়ার কাজ সম্পূর্ণ করতে হবে আর যদি কেউ ওই বেড়া টপকাতে চায় তাহলে প্রথমে তার পায়ে গুলি করা হবে। এই সম্পর্কে বিস্তারিত রিপোর্টে দিয়েছে নিউইয়র্ক টাইম সংবাদপত্র। নিউইয়র্ক টিমের শিরোনামে স্থান পেয়েছে , বর্ডার ওয়ারস : ইনসাইড ট্রাম্প আসাল্ট ও ইমিগ্রেশন। এই বিষয়টিকে নিয়ে একটি বই ও বের করতে চলেছে নিউইয়র্ক টাইমস।

একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে সেদিন উপস্থিত ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রিস্টেন নিয়েলসেন, বিদেশ সচিব মাইক পম্পিও, তৎকালীন শুল্ক্ ও নিরাপত্তা দপ্তরের প্রধান কেভিন কে ম্যাক আলিনান প্রমুখ। বৈঠক চলাকালীন ট্রাম্প নিয়েলসন ও পাম্পিওর উপর প্রচন্ড রেগে যান কারণ তারা অনুপ্রবেশকারীদের সম্পর্কে করা মনোভাব দেখাচ্ছেন না। মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলেই অনুপ্রবেশ সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। ট্রাম্প ২৪ ঘন্টার মধ্যে পাঁচিল তোলার নির্দেশ দেন।

সম্পর্কিত খবর