সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বাংলা হান্ট থেকে জেলার সেরা সম্মান পেল জামবুনি সার্বজনীন দুর্গা পূজা সমিতি।
এই সমিতির পূজোটিকে উদ্বোধন করেন বোলপুরে বিশিষ্ট অতিথি বর্গ। ফিতে কেটে ঢাক বাজিয়ে এই পূজোটি উদ্বোধন করা হয়। এই বছর এই পূজা কমিটির থিম রয়েছে,“কাশ কথা কয় কাঠের পুতুল।”
এই সমিতির যুগ্ম সম্পাদক তাপস মণ্ডল জানান,“প্রতি বছরের মতো এই বছরেও ঠিক একই ভাবে আমরা দেবীর আরাধনা করছি। এই বছর আমাদের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। এই বছর আমরা একটা নতুন চমক নিয়ে এলাম। এই বছর আমাদের থিম,‘কাশ কথা কয় কাঠের পুতুল।’ এই থিম এই বছর দর্শকদের মন আকর্ষণ করছে। এটাই আমাদের আশা ছিল। এই থিমের মূল বৈশিষ্ট্য হচ্ছে,আজকে আমরা এই ২০১৯ সালে দাঁড়িয়ে আমরা সবাই মোবাইলে ব্যস্ত। আজ ক্লাস ফাইভ,সিক্সের ছেলেমেয়েদের হাতেও মোবাইল উঠে গেছে। একটা ছোটো ছেলে আড়াই বছর বয়স সেও ছোটো থেকেই বাড়িতে মোবাইল দেখছে। কিন্তু আমাদের সময় এটা ছিল না। আমাদের শৈশব কেটেছিল কাঠের পুতুল দিয়ে। আমরা ছোটো বেলায় কাঠের চাকার সাইকেল,কাঠের পেঁচা,কাঠের গৌড়নিতাই মা ও বাবার সঙ্গে মেলায় গিয়ে কিনে নিয়ে আসতাম। সেই শৈশবটাকে আমরা ফিরে পেতে চাইছি। আমাদের এই মণ্ডপে এলে পরেই আমরা বোঝাতে চাইছি আমরা যারা ছোটো ছিলাম তারা এখানে এলে শৈশবটাকে ফিরে পাবে। আমরা কাশ শব্দের অর্থ বোঝাতে চেয়েছি,এই কাশ আগমনীর জানান দেয়। তাই এই বছর আমরা দেবি দুর্গাকে কাঠের পুতুলের মাধ্যমে আগমনী জানাবো।”