বাংলা হান্ট ডেস্ক : দেশ বা রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে নিয় কিংবা কোনো সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে কলম ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলায় পায়ই এই ধরনের লেখা লেখেন মুখ্যমন্ত্রী। এবার জাগো বাংলার উত্সব সংখ্যা প্রকাশিত হয়েছে। 1426 সালের জাগো বাংলা উত্সব সংখ্যা প্রকাশ্যে এসেছে মহালয়ার দিনই। আর সেখানে নিজের কলমে দেশের অবস্থা নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। আর সেই কথা লিখতে গিয়ে তাঁর মন ভারাক্রান্ত লাগছে বলে জানান তিনি। আগামী দিনে দেশের কি হবে, এই নিয়ে আশঙ্কাপ্রকাশও করেছেন তিনি।
এবার পুজো সংখ্যায় কিছু কথা ও কিছু ব্যাখ্যা শীর্ষক একটি কলম লিখেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই দেশের ভবিষ্যত নিয়ে তাঁর চিন্তার কথা প্রসঙ্গ টেনেছেন। সেখানে দেশবাসীর সকলের এক হয়ে থাকা নিয়ে চিন্তিত হয়ে সে কথাও তুলে ধরেছেন। আর তাঁর লেখার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে নাম নাকরেই তোপ দেখেছেন তিনি। দিল্লীর সরকারের গণতন্ত্র না মানা, সংবিধান না মানা ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মানা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি লেখার মধ্য দিয়েই। পাশাপাশি মানুষের মূল্যবোধকেও কেন্দ্র প্রাধান্য দেয়না বলে অভিযোগ তুলেছেন। এমনকি দেশের স্বাধীনোত্তর সময়ে এই ধরনের খারাপ সময় কখনও আসেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়া।
পাশাপাশি কেন্দ্রের রাজনৈতিকতার দিকেও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁদের রাজনৈতিক মেরুকরনের মাধ্যমে ভাগাভাগির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এমনকি ধর্ম ও জাতিকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এমনকি তাঁদেরই ভুল সিদ্ধান্তের জন্য দেশের অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে বলেও অবিযোগ করেন তিনি। এমনকি তাঁর লেখায় দেশের বেকারত্বের প্রসঙ্গ টেনে দেশ জুড়ে যেভাবে চাকরির হাহাকার চলছে এবং ছাঁটাই হচ্ছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে। তাই দেশের অর্থনীতির বেহাল দশার কথা তুলে ধরে আগামী দিনে মানুষের সঞ্চয়ের টাকা তাঁরা পাবেন কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।