বাংলা হান্ট ডেস্ক : মলমাসের কারণে পরের বছর অন্যরকম দুর্গাপুজোর নির্ঘণ্ট হতে চলেছে। মহালয়া আর মহাষষ্ঠীর মধ্যে ব্যবধান ১ মাসের। পরের বছর মহালয়া ১৭ ই সেপ্টেম্বর। আর মহাষষ্ঠী হচ্ছে ২২ শে অক্টোবর। শোনা যায় ১৯৮২ সালে এমন অভূতপূর্ব ব্যাপার ঘটেছিল। সাধারণত ৬ দিনের ফারাক থাকে।
বাংলা বর্ষপঞ্জিতে ২ থেকে ৩ বছর পরপর একটি অধিমাস চোখে পড়ে। এই অধিমাসে কোনও তিথি পালন করা হয় না। তাই একে মলমাস বলা হয়। এক চান্দ্র মাসে দুটো অমাবস্যা পড়লে তাকে মলমাস বলা হয়। একে অশুভ মাস হিসাবে ধরা হয় পঞ্জিকায়। কোনও শুভ অনুষ্ঠান পালন হয় না এই মাসে। পরের বছরের আশ্বিন এমনই একটি মাস। তাই আসছে বছর দুর্গাপুজো পড়েছে বাংলা মাসের কার্তিকে। ২০২০ সালের ১৭ ই সেপ্টেম্বর, বাংলা মাসের আশ্বিনের প্রথম দিন। সাধারণত এই দিনটিতে পিতৃতর্পণ করা হয়।
মহালয়ার এই দিনের পর থেকেই সমস্ত বাঙালি পুজোর দিন গুনতে শুরু করে। কিন্তু পরের বছর মহালয়ার পর আরও ১ মাস দুর্গাপুজোর জন্য অপেক্ষা করতে হবে বাঙালিকে।