বাংলাহান্ট-আজ শুভ অষ্টমী। সারা বাংলায় দুর্গা উৎসব পালন করছে বাঙালিরা। দূর্গা পুজোতে সকল ধর্মের মানুষ এই উৎসবে শামিল হয়। আজ সকাল থেকে আকাশের মুখ ভার।আলিপুর আবহাওয়া দপ্তরের খবর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে ফলে যারা দুর্গা প্রতিমা দেখতে মন্ডবে যাবে তাদেরকে বৃষ্টিতে ভিজা পড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর হালকা ও মাঝারি মাপের বৃষ্টিপাত হবে কলকাতা এবং কলকাতা শহরতলি। পুজোর শুরু থেকেই আকাশের মুখ ভার থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই কমবেশি বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে অনেক পূজা মণ্ডপের শিল্প ও ভাস্কর্য নষ্ট হচ্ছে। এর ফলে পূজা মন্ডপের যেসব মানুষরা ঠাকুর দেখতে যাবে তাদের জন্য কিছুটা বাধা হতে পারে কিন্তু রাতের দিকে বৃষ্টি থাকবেনা।
আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টি দর্শনার্থীরা আবার পূজামণ্ডপে ভিড় জমাবে। এই মুহূর্তে কলকাতায় এবং কলকাতা শহরতলি ভারী বৃষ্টিপাত হচ্ছে।