ফ্রি কল, নেট শেষ! এ বার থেকে বিপুল টাকা দিতে হবে

বাংলা হান্ট ডেস্ক : টানা আড়াই বছর ধরে জিও ইন্টারনেট ও ফোন করিয়ে এক দারুণ বিপ্লব ঘটিয়ে চলেছিল৷ কখনও বর্ষার ধামাকা অফার আবার কখনও দীপাবলি কিংবা দুর্গাপুজো সরস্বতী পুজোর নববর্ষ কোনওটাতেই নতুন নতুন অফারের বাদ ছিল না৷ ফ্রি সিম তো দেওয়াই হচ্ছিল পরে ফ্রি প্যাকেজ শেষ হয়ে গেলে নতুন করে ইন্টারনেট প্যাক ভরলে তাতে আবার মাসিক কখনও আবার সময়ের কম মূল্যে অফার ছিল কিন্তু এ বার সেই ফ্রি এর যুগ শেষ হতে চলেছে জিও র৷reliance agm mukesh ambani smal 1500630005509 1

এবার থেকে ফোন কলের জন্য মূল্য ধার্য করতে চলেছে জিও৷ জিও ছাড়া যদি অন্য নেটওয়ার্কে ফোন করতে যান কোনও গ্রাহক তা হলে প্রতি মিনিট পিছু ছয় পয়সা করে চার্জ দিতে হবে৷ তবে জিও গ্রাহকরা যদি জিও নম্বরে ফোন করেন সে ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না, এত দিন অবধি জিও নেটওয়ার্ক গ্রাহকরা অন্য যে কোনও নেটওয়ার্কে ফোন করলেই বিনামূল্যে করার সুযোগ পেতেন তবে এ বার নিতে হবে মাসিক প্ল্যান৷

10-100 টাকা অবধি বিভিন্ন প্ল্যান রয়েছে৷ কোনও গ্রাহক অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলেই এই প্ল্যান গুলি নিতে পারবেন৷ তবে হঠাত্ করে জিও র অন্য নেটওয়ার্কে ফোন কল করতে গেলে চার্জ বসানো নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা, আর এই সুযোগ নিয়ে জিও গ্রাহকদের সুযোগ সুবিধার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ভঙ্গ করেছে জিও এমনটাই বলছে অন্যান্য সংস্থাগুলি৷

সম্পর্কিত খবর