বিজয়ায় মিষ্টিমুখ করতে মাত্র ৪ মিনিটে ঘরেই বানিয়ে ফেলুন চকলেট লাভা কেক

 

বাংলা হান্ট ডেস্কঃ এই চকলেট লাভা কেক টি বানাতে সময় লাগবে মাত্র চার মিনিট।

উপকরণ

ময়দা-৪ টেবিল চামচ

ডিম-১ টি

বেকিং পাউডার-১/২ চামচ

তরল দুধ- ৪ টেবিল চামচ

IMG 20191010 143035

কোকো পাউডার-২ টেবিল চামচ

বাটার-২টেবিল চামচ

আইসিং সুগার/নরমাল চিনি দিলেও হবে -৫ টেবিল চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী

চকোলেট বার- ৪/৫ টুকরো

অল্প বাটার বাটি গ্রীস করার জন্য

একটি মাইক্রো ওয়েভ প্রুফ বাটি

আইসিং সুগার ঘরে তৈরি করার উপায়

চিনি গুড়োর এর সাথে সমপরিমান কর্ণফ্লাওয়ার মিশিয়ে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন।

IMG 20191010 143054

প্রণালী:

-ময়দা,বেকিং পাউডার,আইসিং সুগার,কোকো পাউডার একসাথে মিশিয়ে নিন।

এরপর এরসাথে ডিম, বাটার, তরল দুধ দিয়ে ভালোমতো মিশিয়ে নিন।

এখন ওভেন প্রুফ্ বাটিতে বাটার দিয়ে গ্রীস করে কেক মিক্সচার দিয়ে ওপরে চকোলেট বার দিয়ে ১০০০ ওয়াটে ৪ মিনিট বেক করুন মাইক্রোওয়েভে।

চার মিনিট পর আপনার লাভা কেক তৈরি। চকোলেট সস দিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত খবর