বাংলা হান্ট ডেস্ক : দেশের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা৷ উত্সবের মরসুমে এক দিকে যেমন শেয়ার ধস হয়েছে তেমনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়নি আবার জিডিপি বৃদ্ধির হারও কমেছে, তবে এর মধ্যেই মধ্যবিত্তদের জন্য সুখবর শোনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ আর্থিক পর্যালোচনার শেষে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ ব্যাংক অফ ইন্ডিয়া ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের গ্রাহকরা এই সুযোগ পাবেন৷ তাই ঋণের উপর সুদের হার 25 বেসিস পয়েন্ট হারে কমেছে৷
তাই এবার থেকে যদি বাড়ি গাড়ি বা অন্যান্য ক্ষেত্রে ঋণ নিতে চান তা হলে কিস্তির মাধ্যমে টাকা জমা দিতে হলে ঋণে অনেকটাই ছাড় পাবেন গ্রাহকরা৷ যদিও এই প্রথমবার নয় গত এক সপ্তাহ ধরেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছে আরবিআই৷ 4 অক্টোবর তারিখে চতুর্থ দ্বিমাসিক নীতি পর্যালোচনা বৈঠকে 25 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট 5.15 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷
তার পর আবার রেপো রেট কমানো হলেও৷ আসলে দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আনতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পাশাপাশি শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷