বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী মোহসিন রাজা (Mohsin Raza) রাজধানী লখনউতে দারুল উলুম নদভীতে হওয়া অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) এর বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন। মোহসিন রাজা বলেন, ‘এটা হাতে গোনা কয়েকজনের সংস্থা। এর শুধু মুসলিমদের শোষণ করে চলেছে। এরা শুধু মুসলিমদের ভুল বোঝায়। সরকারের কাছে এদের জবাবদিহি করতে হবে। সরকার এদের তদন্ত করাবে, আর দেখবে এরা এত টাকা পায় কোথা থেকে?”
মোহসিন রাজা বলেন, ‘ এখন টেরর ফান্ডিং মামলায় অনেকে গ্রেফতার হচ্ছে। এরা কোথা থেকে টাকা পায়, সেটাও সবাই জানতে চায়।” মোহসিন রাজা বলেন, ‘এদের বৈঠক আদালতের বিরুদ্ধে হয়। আদালত যখন সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে এরা মিটিং কেন করবে? বিগত ছয় মাসে এটা দ্বিতীয় মিটিং। এরা কি করতে চাইছে, এটা সবাইকে জানাতে হবে। আজকের মিটিং নিয়ে এরা কোন তথ্য প্রশাসন আর সরকারকে দেয়নি। আমরা এটারও জবাব চাই।”
প্রসঙ্গত, শনিবার লখনউ এর দারুল উলুম নভদীতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠক হয়। ওই বৈঠকে মৌলানা রাবে হাসান আর খালিদ রাশিদ ফিরিঙ্গি উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল রাম মন্দির আর বাবরি মসজিদ। ওই বৈঠকে মৌলানা খালিদ রাশিদ বলেন, ‘ মসজিদও শহীদ হয়েছিল, আর ত্যাগও আমরা করব?”