পর্তুগালের জয় তিন গোলে! ৭০০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বর্তমান ফুটবলের যুবরাজ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাকে ছাড়া বর্তমান ফুটবল ভাবাই যায় না তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবল হোক কিংবা জাতীয় ফুটবল সবেতেই রোনাল্ডো ছড়িয়ে রয়েছেন, ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে একের পর এক গোল করে যেমন নিজের প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি পর্তুগালের হয়ে গোল করে পর্তুগালকে প্রতিটি টুর্নামেন্টের ভালো পরিস্থিতি নিয়ে যাচ্ছেন রোনাল্ডো।

লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালকে জয় এনে দিয়েছে এই রোনাল্ডো, এই ম্যাচটি 3-0 গোলে জয় পেয়েছে পর্তুগাল যার মধ্যে দ্বিতীয় গোলটি এসেছে রোনাল্ডোর পা থেকে। আর এই গোলটি করার সাথে সাথে 700 গোলের মাইলস্টোন ছুঁলেন বর্তমান ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ষষ্ঠ ফুটবলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন রোনাল্ডো। এই মহাবিশ্বে মাত্র ছয় জন ফুটবলার সাতসো গোলের মাইলষ্টোন স্পর্শ করতে পেরেছেন, তার মধ্যে রোনাল্ডো অন্যতম।

129331696008a539a7b8be3e984d83da59427531c

রোনাল্ডো 700 গোলের মাইলস্টোন স্পর্শ করলেও তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, রোনাল্ডোর থেকে অনেকটাই দূরে রয়েছেন। এই মুহূর্তে মেসির গোল সংখ্যা 668 অর্থাৎ 700 গোল করতে গেলে মেসিকে অনেক বেশি পরিশ্রম করতে হবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রথম জীবনে স্পোর্টি লিসবন পরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ এবং এই মুহূর্তে জুভেন্টাস এছাড়াও পর্তুগালের হয়ে বেশ কয়েকটি গোল করেন রোনাল্ডো। এবং সব মিলিয়ে এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা 700 তে এসে দাঁড়িয়েছে। তবে এই সমস্ত ক্লাবের মধ্যে রোনাল্ডো সবথেকে বেশি গোল করেছেন রিয়েল মাদ্রিদের হয়ে। তিনি রিয়ালের হয়ে 451 টি গোল করেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর