তবে কি সম্পর্ক ভাঙতে চলেছ সারা আলি খান ও কার্তিক আরিয়ানের মধ্যে?

বাংলা হান্ট ডেস্ক: বি-টাউনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জুটির তালিকায় সারা আলি খান ও কার্তিক আরিয়ানের নাম পাবেনই। এই দুই লাভবার্ডসদের ঘিরে জল্পনা কল্পনা সব সময়েই চলছে। সিনেমার মধ্য দিয়েই একসাথে আসা। অন স্ক্রীনের বাইরে রিয়েল লাইফেও বেশিরভাগ সময়ই একসঙ্গে কাটাতে দেখা যায় দুজনকেই। তবে আর হয়ত একসঙ্গে দেখা যাবে না সারা-কার্তিককে।

 

বলিউড জুড়ে গুঞ্জন শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে এগোচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই পাপারাজিদের সারার সঙ্গে তাঁর ছবি না তুলতে অনুরোধ করেছেন কার্তিক। শোনা যাচ্ছে পতৌদি পরিবারের মেয়ে সারা আলি খানের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় পেতে পেতে যেন তাঁর কেরিয়ার থেকেই নজর না সরে যায়। সেই কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক।

https://www.instagram.com/p/B3JCBDFllWA/?igshid=j204jvn19ghr

তবে শুধু এক তরফা কার্তিকই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এমনটাও নয়। সারা নিজেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান নিজের কেরিয়ারে। আর তাই সম্পর্কের জটিলতায় না জড়িয়ে অভিনয় ও নিজের পরিচিতি আরও বৃদ্ধি করার বিষয়েই মনোযোগী হতে চান সারা। সূত্রের খবর, দুই জনই আলাদা আলাদা ভাবে পথ চলার ক্ষেত্রে একসঙ্গে মিলেই সিদ্ধান্ত নিয়েছে। আর তাই আর কার্তিক-সারাকে একসঙ্গে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

https://www.instagram.com/p/B3YybJbFz9X/?igshid=1rklve5me8l8d

গত কয়েক মাস ধরেই বার বার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে কার্তিক-সারাকে। পর্দার বাইরে একে অপরের জন্মদিনে একান্তে সময় কাটাতে, কখনও আবার একসঙ্গে বেড়াতে যেতে। তবে, একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি কখনওই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। 

 

সম্প্রতি করিনা কাপুরের রেডিয়ো টক শোতে সারার সঙ্গে তাঁর সম্পর্কের কথা গুজব বলে উড়িয়ে দেন কার্তিক। অন্যদিকে কফি উইথ করণে সারা কাউকে ডেট করছেন কিনা তা জানতে চাওয়া হলে সারা বলেন, “সারা ইজ ডেটিং উইথ হার কেরিয়ার।” এখন সারা ও কর্তিকের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা ভবিষ্যতই বলবে।

https://www.instagram.com/p/B3FAaDsJTml/?igshid=1bca87gsqq7r1

উল্লেখ, সারা-কার্তিক জুটির আগামী ছবি ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল ২’-এর প্রচারের সূত্রেই কেবলমাত্র তাঁদের একসঙ্গে দেখা যাবে।

 

সম্পর্কিত খবর