বাংলা হান্ট ডেস্ক : জনপ্রিয় খাদ্য সরবরাহ সংস্থা জ্যোমাটো সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ খাবার সরবরাহ করার দিক থেকে এই সংস্থার বিকল্প নেই৷জ্যোমাটোর ফুড ডেলিভারি বয়েদের খাবার ডেলিভারি নিয়ে কিছু অভিযোগ থাকলেও তাদের ভয় করার মতো কিছু নেই৷ খাবার ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে যায়৷ তবে এবার যে কাণ্ড ঘটল তা কিন্তু বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতই৷ পুনেতে এক গ্রাহকের বাড়িতে খাবার দিতে গিয়ে মালিকের পোষা কুকুরকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল জ্যোমাটো ফুড ডেলিভারি বয়৷ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করেছেন পুনের ওই দম্পতি৷
@ZomatoIN @zomatocare@Rashmibansal #doglovers help @PETA #missingdog kidnapped by Zomato delivery guy Tushar Mobile number 08669582131on 7thOct from Poona at Karve Road,Deccan. pic.twitter.com/qLHnzEpwyT
— Vandana Shah (@Vandy4PM) October 8, 2019
বন্দনা শাহ নামের ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সোমবার দুপুর থেকে পুণের কার্ভে রোড থেকে তাঁদের পোষা কুকুর নিখোঁজ হয়েছে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন সিসিটিভি ফুটেজে তাঁকে শেষবার কমপ্লেক্সের কারখানায় দেখা গিয়েছিল৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা চারিদিকে কুকুরটির সন্ধান করেছিল৷
এরপর স্থানীয় একটি হোটেল থেকে তাঁরা জানতে পারেন একটি ডেলিভারি বয় তাঁদের কুকুর নিয়ে চলে গেছে৷ এই খবর জানার পর ওই শাহ দম্পতি স্থানীয় থানায় ওই ডেলিভারি বয়ের নামে অভিযোগ দায়ের করেন৷ এরপরে তুষার নামের ওই ডেলিভারি বয়ের সঙ্গে তাঁর কুকুরের ছবি দেখতে পান বন্দনা৷
এক সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে বন্দনা জানিয়েছেন সব জানার পরে তুষারের সঙ্গে তাঁরা যোগাযোগ করলে তুষার তাঁদের কুকুর চুরির কথা স্বীকার করে নিয়েছেন৷ কিন্তু ফেরত দেওয়ার কথা বললে তিনি নান ভাবে অজুহাত দেখাতে শুরু করেন৷ এমনকি কুকুরটিকে সে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলেও জানান৷ তাঁকে টাকা দেওয়ার কথা বলে কুকুর ফেরত চাইলেও তিনি রাজী হননি৷ এবং পরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন বন্ধ করে দেন৷এরপর জ্যোমাটোর গ্রাহক সেবা কেন্দের যোগাযোগ করা হলে তাঁরা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান বন্দনা৷