বাংলা হান্ট ডেস্ক : অসমে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে গোটা রাজ্য জুড়ে এনআরসি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এমনিতেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে বিজেপি সরকার এনআরসি চালু করবেই এই ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই তো গোটা রাজ্যবাসী পুজোর আগে থেকেই নিজেদের প্রামাণ্য নথিপত্র দাখিল করতে সমস্যার মুখে পড়তে হয়েছিল। এখনও অবধি সেই প্রচেষ্টা অব্যাহত। বিভিন্ন সরকারি দফতরের গুলিতে রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড সংশোধন এবং নতুন করে পাওয়ার জন্য লাইন পড়ে গেছে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড সংশোধন করার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়, Nvsp পোর্টালে এখনও অবধি ভোটার কার্ড ভেরিফিকেশন এবং ভোটার ও আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া চলছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর এনআরসি আতঙ্কের মধ্যেই চিন্তা না করার আশ্বাস দিয়েছেন, তবে ভোটার কার্ড সংশোধন এবং নতুন করে করে নেওয়া উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই তো বিভিন্ন তথ্য মিত্র কেন্দ্র গুলিতে ভোটার কার্ড সংশোধন করার একটা হিড়িক পড়ে গিয়েছে তবে পুজোর মরসুমে সেই সমস্যা কিছুটা হলেও বেড়েছে তাই ভোটার তালিকা সংশোধনের এক সময় সীমা বাড়িয়ে দেওয়া হলেও 33 দিন, তাই নির্বাচন কমিশনের ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম চলবে 18 নভেম্বর অবধি। যদিও প্রথমবার 16 অক্টোবর অবধি ভোটার তালিকা সংশোধনের সময়সীমা ধার্য করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে 33 দিন বাড়িয়ে দেওয়া হলেও।
এর পর জানা গিয়েছে আগামী 25 নভেম্বর তারিখে সংশোধনী কাজ শুরু করবে নির্বাচন কমিশন, তাই এখনও অবধি যাদের ভোটার তালিকা সংশোধন করা হয়নি এবং ভোটার কার্ডের নাম সহ একাধিক ভুল রয়েছে তাঁরা শীঘ্রই সমস্যা সমাধানের জন্য নিকটবর্তী সরকারি দফতরগুলিতে যোগাযোগ করুন।