একটা সময় যখন ভারতীয় ক্রিকেট দলের কঠিন পরিস্থিতির চলছিল সেই সময় ভারতের ক্রিকেট দলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি নিজের হাতে দায়িত্ব নিয়ে সেই ভারতীয় টিমকে শিখিয়েছিলেন যে কেমন করে বুক চিতিয়ে লড়াই করতে হয়, বিদেশের মাটিতে গিয়ে কেমন ভাবে সিরিজ জিততে হয় সেটাই শিখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আর এবার তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। ভারতীয় দলের অধিনায়ক থেকে একেবারে বিসিসিআই প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় মহারাজ।
কিন্তু সৌরভ গাঙ্গুলীর এই যাত্রাপথ যে মোটেও ভালো ছিলনা সেটা তিনি বারেবারে বুঝিয়ে দিয়েছেন। কারণ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলীর প্রতিদ্বন্দ্বী ছিল অমিত শাহের পুত্র জয় শাহ। আর অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌলতে সৌরভ গাঙ্গুলিকে যে এই পদে বসতে বেশ বেগ পেতে হয়েছিল সেটা কারোরই অজানা নেই।
কিন্তু সেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে সৌরভ গাঙ্গুলী হয়ে উঠেছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। আর তারপর থেকেই অনেকে মনে করছেন হয়তো বিজেপির প্রচারকের কাজ করার শর্তে সৌরভ গাঙ্গুলীকে নিজের স্থান ছেড়ে দিয়েছেন অমিত শাহের পুত্র জয় শাহ। অর্থাৎ অনেকে মনে করছেন যে এবার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে, আর এই রকম শর্ত দিয়ে সৌরভ গাঙ্গুলীকে প্রেসিডেন্ট ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত জল্পনা-কল্পনার জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গাঙ্গুলি জানান যে বিসিসিআই প্রেসিডেন্ট পদের জন্য অমিত শাহের সাথে তার বিভিন্ন কথাবার্তা হলেও রাজনৈতিক বিষয়ক কোন প্রকার কথা তার সাথে আমার হয়নি। অর্থাৎ রাজনৈতিক প্রচারকের শর্ত দিয়ে সৌরভ গাঙ্গুলী যে বিসিসিআই এই প্রেসিডেন্ট হয়েছেন এটা একেবারেই ভুল।