বাংলা হান্ট ডেস্ক: আকাশে কালো করে আসা মেঘের ছায়া, বাতাসে গুরুগুরু বজ্রপাতের শব্দ, ধীরে ধীরে অন্ধকারে ঢেকে আসছে শহর কলকাতা, পাওয়া গেছে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, শহরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি, অনেক জায়গায় আবার আলো-আঁধারি পরিস্থিতি। বুধবারের ভর দুপুর বেলা আকাশ কালো করে এসে প্রবল বৃষ্টি নামল কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই-তিন ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে খবর।
শুধু তাই নয় হাওয়া অফিস পূর্বাভাস দিয়ে জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের গভীর সম্ভাবনা রয়েছে রয়েছে হাওড়া জেলা সহ দুই পরগণাতেও৷ অন্যদিকে একেবারে গিরগিটির মতো রং পাল্টালো কলকাতার আবহাওয়া, সকাল থেকেই চারিদিকে ছিল গনগনে উত্তপ্ত রোদ, বেলা বাড়তেই তা যেন এক অন্য রূপ নিল। আকাশে জমে উঠল পুঞ্জ পুঞ্জ মেঘের নিকষ কালো ঘনঘটা। তারপরেই শুরু হল অঝোরে বৃষ্টি।
ইতিমধ্যেই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা কলকাতা শহর। অবস্থার এমন বেহাল দশা যে দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহন গুলি কে৷ হঠাৎ বৃষ্টি এমনই জৌলুস যে গাড়ি চালাতে চালাতে বা রাস্তায় হাঁটতে হাঁটতে দুহাত দূরের জিনিস কে স্পষ্টভাবে দেখা যায় না৷ অন্যদিকে আবহাওয়া দপ্তর আবার পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামী দু-তিন ঘণ্টায় আরও এই বৃষ্টির তেজ আরো বাড়বে৷
উল্লেখ্য, গত বুধবারেও ভোররাত থেকে বহু জায়গায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছিল বৃষ্টি। সেইদিনও দুপুর থেকে তুমুল বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলের তলায় যায়। কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন অবস্থায় থাকে দীর্ঘক্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কে মান্যতা দিয়ে, সেদিনও দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলে। আজকের পরিস্থিতিও কি সেদিনের মতনই হবে? আশঙ্কায় কলকাতাবাসী।