মেড বাই গুগল 2019: চলতি বছর বাজারে আসছে এই জিনিসগুলি

বাংলা হান্ট ডেস্ক : আমেরিকা যুক্তরাষ্ট্রর নিউ ইয়র্কে বুধবার সকালে মেড বাই গুগল ইভেন্ট অনুষ্ঠিত হল, সেখানে অনেকগুলি নতুন ধরনের কী আর চালু করা হয়েছে। যদিও অনুষ্ঠানটি চাক্ষুষ দেখার সুযোগ হয়নি অনেকের, তবে নতুন কী আসতে চলেছে সেগুলি দেখে নিন এক ঝলকে-

1. স্টেডিয়া লঞ্চ- আমরা সকলেই জানি এতে গুগলের ক্লাউড ভিডিও গেম, নতুন স্টেডিয়া গেম লঞ্চ হতে চলেছে চলতি বছরের নভেম্বর মাসে।

2. পিক্সেল বাডস- ড্রইং বোর্ড এবং এয়ারপোর্টস দিয়ে তৈরি পিক্সেল বাডস শীঘ্রই নিয়ে আসছে গুগল, 19 এর শেষে কিংবা 20 শুরুতেই সেটি বাজারে আসার কথা। জানা গিয়েছে একবার চার্জ দিলে প্রায় পাঁচ ঘণ্টা অবধি স্থায়ী হতে পারবে সেটি। ফ্লস স্টাইল চার্জিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত চব্বিশ ঘণ্টা স্থায়ী হবে।

3. পিক্সেল বুক গো- 13.3″ ডিসপ্লে, 16 জিবি র্যাম এবং 265 জিবি স্টোরেজ, যেটি বারো ঘণ্টা অবধি চার্জ রাখতে সক্ষম। দাম পড়বে 649 ডলার।maxresdefault 4

4. নিউ নেস্ট আওয়ার- নেস্ট এওয়ারের জন্য গ্রাহকদের একটু বেশি খরচ করতে হয়, কিন্তু এখন তা থেকে মুক্তি পাওয়া যাবে, জানা গিয়েছে অনেকগুলি ক্যামেরা একসঙ্গে পাবেন যার জন্য আপনাকে তিরিশ দিনে অনেক কম পয়সা আপনাকে গুনতে হবে। জানা গিয়েছে এটি চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই আপনাদের হাতে চলে আসবে।

5. নেস্ট ওয়াই ফাই- বেশ কয়েক সপ্তাহ ধরে গুঞ্জনের পারদ চড়েছে, গুগল রাউটারের মতো ওয়াই ফাই বেশ নিয়ে আসছে যা কিনা খানিকটা হোম স্পিকারের মতো দেখতে। আসলে নেস্ট ওয়াইফাইতে রয়েছে ভোলট্রেনে করা একটি রাউটার বা স্মার্ট স্পিকার। চলতি বছরের নভেম্বর মাসেই সেটি বাজারে আসবে।

6. নিউ নেস্ট মিনি- গুগল হোম মিনি এখন থেকে নেস্ট মিনি, কোনও রকম অ্যাডাপ্টার ছাড়াই স্পিকার সহযোগে এবং ডাবল বাস নিয়ে বাজারে আসছে নিউ নেস্ট মিনি। যদিও এটি চিপ বেসড, জানা গিয়েছে চলতি বছরের অক্টোবর মাসেই সেটি আসবে।

7. পিক্সেল 4- গুগলের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন, যেটি 4 পিক্সেল সহ 2800 এমএইচ ব্যাটারি এবং 5. 7′ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে যদিও আরও একটি ভার্সন রয়েছে যার ব্যাটারি ক্ষমতা 3,700 এবং 6.3’। দুটিতেই ছয় জিবি করে নাম রয়েছে, স্ন্যাপ ড্রাগন প্রসেসর, রাডার চিফ, সবুজ অ্যালার্ম রয়েছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহে এগুলি হাতে আসতে চলেছে।

সম্পর্কিত খবর