বাংলা হান্ট ডেস্ক : বেশ কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার রেশনে ভর্তুকি বা বন্ধ করে দিয়েছিল, কেন্দ্রের মতো বেশির ভাগ রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছিল। এ বার কেন্দ্রের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। রেশনে ভর্তুকি তুলে দিয়ে গিভ ইট আপ চালু করতে চলেছে মমতার সরকার। তাই এ বার থেকে কেউ যদি রেশন ব্যবস্থায় ভর্তুকি নিতে না চান সে ক্ষেত্রে তিনি স্বেচ্ছায় ঘোষণা করতে পারেন। তাই খাদ্য দফতরের তরফ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
জানা গিয়েছে, যাঁরা ভর্তুকি নিতে চান না তাঁরা যাতে স্বেচ্ছায় রেশন ভর্তুকি অন্যকে ছেড়ে দেন তার ব্যবস্থা করতে চলেছে রাজ্য, এই মর্মে একটি ফর্ম পূরণ করার বার্তাও দিচ্ছে রাজ্যের খাদ্য দফতর। ফর্ম পূরণ করার পর তা একবার গ্রাহ্য হয়ে গেলে একটি বিশেষ পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড দেবে খাদ্য দফতর, যার মাধ্যমে কখনোই রেশনের জিনিসপত্র তুলতে পারবেন না স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দেওয়া গ্রাহকরা।
তবে শুধুমাত্র রেশনে ভর্তুকি ছেড়ে দেওয়াই নয়, রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দফতর কিংবা জাতীয় খাদ্য সুরক্ষা দফতরে নিজেদের নাম সরিয়ে নিতে চাইলে তাও করতে পারবেন গ্রাহক , তাই একটি ফর্ম পূরণ করে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী তিনি এড়িয়ে যেতে পারেন বলে জানা গিয়েছে। আসলে সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের আওতায় থাকা অনেকেই ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী গ্রহণ করে না আর সে ক্ষেত্রে এখনও অবধি যাঁরা সুরক্ষা দফতরের আওতায় নেই তাঁরা সুযোগ পাচ্ছেন না।
তাই সকলের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী ছেড়ে দিতে হলে দশ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে আর যদি স্বেচ্ছায় কার্ড ছেড়ে দিতে চান তাহলে সাত নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। একই সঙ্গে যাঁরা ভর্তুকি যুক্ত খাবার ছেড়ে দিতে চান তাঁরা খাদ্য দফতরে গিয়েও সরাসরি যোগাযোগ করতে পারেন।