শুধু হিন্দুরাই মূর্তি পূজায় বিশ্বাসী নয়, মুসলিমরাও বিশ্বাসী! বিস্ফোরক তাসলিমা চাঞ্চল্যকর পোস্ট

 

বাংলা হান্ট ডেস্ক : চিরকাল সংবাদের শিরোনামে থাকা বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন। ধর্ম মানে কি? ধর্ম কি সত্যি মানুষকে গ্রাস করেছে না মানুষ ধর্মভীরু হয়ে পড়েছে? ধর্ম নিয়ে বাস্তব পরিস্থিতি নিয়ে তিনি বারবার মুখ খুলেছেন। কোন কিছুকেই নিরপেক্ষতার বেড়াজাল এর বাইরে রাখতে পারেননি। হিন্দু ও মুসলিম সবার সাথে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছেন তিনি। সমস্ত মৌলবাদীদের সাথে। তবে এবার নিজের ফেসবুক পোস্টে তিনি করে দিলেন নিজেরই জোরালো বক্তব্য। বক্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে মূর্তিপূজা।প্রশ্ন ; শুধু হিন্দুরাই কি মূর্তি পুজোতে বিশ্বাসী পৌত্তলিকতার পক্ষে? তসলিমা কিন্তু এ বিষয়টি মানতে নারাজ।

এবার মুর্তি পূজো নিয়ে বিস্ফোরক তাসলিমা
“মূর্তি পূজা শুধু হিন্দুরা করে না, মুসলমানরা করে, খ্রিস্টান করে ইহুদিরাও করে, যীশুর ভাস্কর্যের সামনে নিয়ে প্রার্থনা করে খ্রিষ্টানরা। জেরুজালেমের ওয়ালিং ওয়ালের সামনে মাথা ঠুকে প্রার্থনা করে ইহুদীরা। আবার কাবা নামক একটা চারকোনা কাল ঘরের চারিদিকে ঘোরে মুসলমানরা। পাথরকে শক্তিমান জ্ঞান করে স্পর্শ করে। আর ঘর,পাথর এসব নিতান্তই বস্তু অথবা মূর্তি”।

IMG 20191018 WA0006

তাসলিমাএর এই সোশ্যাল মিডিয়ার মন্তব্যের পরেই হিন্দু সমাজের জন্য একটা শোরগোল পড়ে যায়। মুসলিমরাও যেন বিষয়টি নিয়ে ঢোক গিলতে দ্বিধাবোধ করে। তিনি চিরকাল বিতর্কিত লেখিকা। তার লেখার মধ্যে রয়েছে শ্যেন দৃষ্টি


সম্পর্কিত খবর