ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে ভারত তথা বিশ্বের সেরা উইকেট কিপারদের মধ্যে একজন। চোটের কারণে প্রায় 20 মাস ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে ভারতীয় দলে কাম ব্যাক করেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। চলতি টেষ্ট সিরিজে ব্যাট হাতে এখনো সেই ভাবে সুযোগ না পেলেও উইকেটের পেছন থেকে একের পর এক দুর্দান্ত ক্যাচ ধরে সকলকে চমকে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। ফের প্রমাণ করে দিয়েছেন যে তিনি এই মুহূর্তে ভারতবর্ষের শ্রেষ্ঠ উইকেট কিপার।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে পুনেতে দ্বিতীয় টেষ্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে দারুন পারফরম্যান্স করেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। আর তারপরেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্বের সেরা উইকেট রক্ষকের আখ্যা দিয়েছেন ঋদ্ধিমান সাহাকে।
আর তারপরে ক্রিকেট মহলে বারেবারে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে সেটা হল তাহলে কি অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার প্রতিভার কাছে চাপা পড়ে যাচ্ছে তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। অনেকেই মনে করছেন হয়তো ভারতের দুই উইকেট সেরা উইকেট কিপারের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে।
আর এই প্রশ্নের উত্তর নিজের মুখেই দেন ঋদ্ধিমান সাহা। সাহার কথায় আমাদের দুই উইকেট রক্ষকের মধ্যে কোনো রকম দ্বন্ধ নেই। আমরা সব সময় একে অপরের সাথে বোঝাপড়া করেই চলি। উইকেটের পিছনে দুজন একসাথে অনুশীলন করি। আর সাহার এই কথা থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভারতের দুই উইকেট রক্ষকের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো।