কেটে গেছে বিপদ, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিগ বি!

বাংলা হান্ট ডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন। শুক্রবার রাত দশটার দিকে হাসপাতাল থেকে ছাড়া হয় বিগ বি’কে। তাকে বাড়ি নিয়ে যান ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন।এখন তিনি অনেকটাই সুস্থ। তবে আপাততও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

 

গত মঙ্গলবার ভোর ৩টে নাগাদ মুম্বইয়ের নানবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করা হয়। তবে হাসপাতাল সুত্রে পাওয়া খবর অনুযায়ী নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরিক্ষার কারনেই তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু শুধুমাত্র চেক-আপের কেন অমিতাভ বচ্চনকে চারদিন হাসপাতালে রাখা হল সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পরফ্র স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, অমিতাভের লিভারের সমস্যা দুই দশকের পুরোনো। গুরুত্বপূর্ণ অঙ্গটির মাত্র ২৫ শতাংশ কাজ করছে। ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা নিতে হয় এই কিংবদন্তি অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল।

 

এছাড়া ১৯৮২ সালে ‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার শিকার হন অমিতাভ। ওই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তার শরীরে। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। রক্তদাতার কাছ থেকে তার শরীরে হেপাটাইটিস বি’র ভাইরাস অজান্তে প্রবেশ করে। এরপর থেকেই তাকে সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয়। নিয়মিত পর্যবেক্ষণের কারণেও থাকতে হয় হাসপাতালে।

 

amitav 1910190914

এদিকে বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা। মঙ্গলবার থেকেই হয়তো আবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শ্যুটিং-ও শুরু করে দেবেন বিগ বি। ব্রহ্মাস্ত্র, গুলাবো সিতাবো ছবি দুটিতে আবার দেখা যাবে বলিউড শাহেনশাকে।

সম্পর্কিত খবর