জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের পরেই প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড়ো ইঙ্গিত দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন POK ভারতের অঙ্গ এবং সেটাকে একীকারণ করা হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর অখণ্ড ভারত গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এখন সম্ভবত সেই দিকে কাজ শুরু হয়েছে। কিছুদিন আগে চীনের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছিলেন। সেই সময় ভারত চীনকে নিউট্রাল রাখার কাজ করার দিয়েছে। আর এখন POK তে মিলিটারি অপারেশন শুরু হয়েছে। তবে আক্রমন প্রথমে পাকিস্তানের দিক থেকে হয়েছিল।
পাক অধিকৃত কাশ্মীর (POK) থেকে একটা বড়ো খবর সামনে আসছে। গতকাল থেকে ভারত-পাক সীমায় উত্তেজনা বেশি ছিল। পাকিস্তানের সেনা সংঘর্ষ বিরাম উলঙ্ঘন করে ভারতের সেনার উপর গুলি চালিয়েছিল। যাতে ভারতের ২ সেনা বলিদান হয়েছিলেন। এরপর ভারতের সেনা একশন মুডে চলে আসে এবং রুদ্ররূপ ধারণ করে। এখন ভারতের সেনা POK এর উপর বড়ো আক্রমন শুরু করেছে যাতে ১৫ জন পাক সেনা নিহত হয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় সেনা বহু সংখ্যায় আর্টিলারি মেশিন গান নামিয়ে দিয়েছে। ফলস্বরূপ পাকিস্তানের ব্যাপক হারে ধ্বংসলীলা চালানো হচ্ছে।
এর আগে পাকিস্তান সন্ত্রাসীদের ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল এবং যুদ্ধবিরতি উলঙ্ঘন করেছিল। যার জবাবে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে। ভারতের দেওয়া জবাবের পরে বলা হচ্ছে যে POK অবস্থিত সন্ত্রাসী শিবিরগুলি অনেক ক্ষতি হয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের নিলাম ভ্যালির হেডকোয়ার্টার টার্গেট করেছে। পাকিস্তান নিলাম ভ্যালির এলাকা জুড়ে এমারজেন্সি জারি করেছে। টাঙ্গধর সেক্টরের বিপরীতে পিওকে-তে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অনেক পোস্ট ধ্বংস করার পাশাপাশি ৭ টি সন্ত্রাসী শিবির উড়িয়ে দেওয়ার খবরও সামনে আসছে।