বাংলা হান্ট ডেস্ক: ‘আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে’ বলতে ইচ্ছা করছে না কারোরই। দরজায় এসে কড়া নাড়ছে কালীপুজো আর তার আগেই আবহাওয়া দফতরের দেওয়া বৃষ্টির পূর্বাভাসে মন ভার হয়েছে সকলের। সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে কালী পুজোতে হতে পারে প্রবল বৃষ্টি। এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সকলের মাথায়। ইতিমধ্যেই পুজোর আমেজে আবার একবার সেজে উঠছে রাজ্য। চলছে আয়োজন পর্ব, কেনা হচ্ছে বাজি, বহু রাস্তাঘাট সাজানো হচ্ছে লাইটে, শুধুমাত্র কালীপুজো উদযাপিত হবে বলে। এরইমধ্যে হাওয়া অফিসের এই পূর্বাভাস অনেকটা থমকে দিয়েছে সকলকে।
দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও দুঃসংবাদ। পূর্বাভাস বলছে, কালীপুজোতে বৃষ্টি হতে পারে। অতিসম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, হাওয়া অফিসের অনুমান বলছে এই নবাগত নিম্নচাপের জেরেই বৃষ্টি হতে পারে কালীপুজোয়। শুধু তাই নয় আরও জানা গেছে যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কিন্তু ভয়ের বিষয় যে আগামি ৪৮ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
জানা গেছে, এই নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ধরে ভূভাগে প্রবেশ করবে। এরপর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একেবারে কালীপুজোর সময়ই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কালীপুজোর সময় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে বৃষ্টি। প্রসঙ্গত, এর আগেও আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানিয়েছিল যে নিম্নচাপের জেরে দুর্গাপুজোর সময় বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। এবং সত্যি সত্যি তা পুরন হয়, ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখতে বেরতে দেখা যায় বহু দর্শনার্থীদের। এবার দেখার বিষয় কালীপুজোতেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা!