চীন-পাক সীমান্ত ‘আকাশ” দিয়ে সুরক্ষিত করতে চাইছে সেনা, ১০ হাজার কোটি টাকার প্রস্তাবে চর্চা আজ

বাংলা হান্ট ডেস্কঃ চীন আর পাকিস্তানের পাহাড়ি এলাকা গুলোতে হওয়া কোন প্রকারের অতিক্রমণ আটকানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রালয় আকাশ প্রাইম মিসাইলের দুটি রেজিমেন্টকে অধিগ্রহণ করার প্রস্তাবে চর্চার জন্য প্রস্তুত হয়েছে। এই মিসাইল গুলোকে ১৫ হাজার ফুট উঁচুতে মোতায়েন করা হবে। নতুন আকাশ মিসাইলের পার্ফমেন্স আগের মিসাইল গুলোর থেকে তুলনামূলক ভাবে ভালো হবে। এই মিসাইল গুলোকে লাদাখের মতো উঁচু স্থানে মোতায়েন করা হবে, কারণ এই এলাকার সীমা পাকিস্তান আর চীন সীমান্তের পাশেই।

Akash

এক সরকারি সুত্র জানিয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রালয় ১০ হাজার কোটি টাকার প্রস্তাবে চর্চার জন্য প্রস্তুতি নিয়েছে। আকাশ প্রাইম মিসাইল সেনার কাছে থাকা বর্তমান মিসাইল গুলোর আপডেটেড ভার্সন।

সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ থেকে সোমবার ফিরলে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব নিয়ে চর্চা হবে। প্রতিরক্ষা মন্ত্রী লাদাখে দুরবুক আর দৌলত বেগ ওল্ডির মধ্যে তৈরি হওয়া চেবাং রিচেন পুলের উদ্বোধনের জন্য গেছেন। আকাশ মিসাইলের নির্মাণ ভারতের প্রতিরক্ষা অনুসন্ধান বিকাস পরিষদ (DRDO) করেছে।

Akash missile 1

সেনার কাছে আগে থেকেই আকাশ মিসাইলের দুটি রেজিমেন্ট আছে, সেনা এখন চাইছে চীন আর পাকিস্তান সীমান্তে আরও দুটি রেজিমেন্ট মোতায়েন করতে। সেনা মিসাইল সিস্টেমের সার্ভিস নিয়ে কিছু সমস্যার সন্মুখিন হচ্ছে, কারণ এর উৎপাদন দুটি কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আর ভারত ডায়নামিক্স লিমিটেড করে। যদিও এর পর সেনা মিসাইলের পার্ফমেন্স নিয়ে খুশি।

Koushik Dutta

সম্পর্কিত খবর