দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে গিয়ে টেষ্ট সিরিজ খেলতে রাজি হল শ্রীলঙ্কা ক্রিকেট দল।

কিছুদিন আগে দীর্ঘ দশ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। অনেক কষ্টে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে রাজি করানোর পর তারা পাকিস্তানে গিয়ে ক্রিকেট সিরিজ খেলতে রাজি হয়। কিন্তু পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে রাজি হয় নি শ্রীলঙ্কা দলের অধিনায়ক করুনারত্নে, মালিঙ্গা, ম্যাথিউস সহ প্রথম সারির দশ খেলোয়াড়।

আর এবার ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানে গিয়ে টেষ্ট সিরিজ খেলতে রাজি হল শ্রীলঙ্কা দল। তবে জানা গিয়েছে পাকিস্তানে গিয়ে টেষ্ট সিরিজ খেলতে প্রথমে রাজি হয় নি শ্রীলঙ্কা। পাকিস্তানের বদলে বিকল্প হিসাবে সৌদি আরবে গিয়ে খেলতে চেয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল যে আরবে সিরিজ হলে সেই সিরিজের অর্ধেক ব্যায় বহন করতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কে।

23lanka

আর তারপরেই চাপে পড়ে পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে রাজি হয় শ্রীলঙ্কা। জানা গিয়েছে দুই দেশের মধ্যে দুটি টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি এবং রাউলপিন্ডিতে। আর এই দুটি টেষ্টই টেষ্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হিসাবে ধরা হবে। এই ব্যাপারে কোনো আপত্তি নেই শ্রীলঙ্কা দলেরও।

Udayan Biswas

সম্পর্কিত খবর