মুসলিম ধর্মগুরুর বিতর্কিত বয়ান! ‘মহিলার পোশাক ছোট হলে, হামলা তো হবেই”

এক মুসলিম ধর্মগুরু মহিলাদের পোশাক নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বসলেন। তুরস্কের মুসলিম ধর্মগুরু মহিলাদের পোশাকের তুলনা ‘খোসা ছাড়া আপেল” এর সাথে করলেন। উনি বলেন, ‘মহিলাদের পোশাক যদি ছোট হয়, তাহলসে সেটি খোসা ছাড়া আপেলের মতো দেখতে লাগে। আর সেইসময় তাঁদের উপর হামলা তো হবেই।” যদিও এই ভিডিও কোথা থেকে পোস্ট হয়েছে, আর কবে পোস্ট হয়েছে সেটা জানা যায়নি।

https://twitter.com/Imamofpeace/status/1184800841599016964

তুর্কির এক লেখক ইয়েদিপ ইউকসেল ট্যুইটারে এই ভিডিও পোস্ট করেছেন। উনি বলেছেন এটি তুর্কির সুন্নি ধর্মগুরুর হতে পারে। অস্ট্রেলিয়ার ইসলামিক ইমাম মোহম্মদ তৌহিদি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ‘ইমাম অফ পিস” এ এই ভিডিওটি শেয়ার করেছেন।

তুর্কির এই সুন্নি ধর্মগুরু মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে থাকে। তুর্কির ওই ধর্মগুরু নিজের হাতে দুটি আপেল নিয়ে এই ভিডিওটি করেন। দুটি আপেলের মধ্যে একটি খোসা ছাড়া, আর একটি স্বাভাবিক আপেল ছিল। এরপর উনি খোসা ছাড়া আপেলটি দেখিয়ে বলেন, এই আপেলের দিকে পোকামাকড় বেশি আকর্ষিত হয়। আর এই জন্য মহিলাদের আপেলের মতই নিজেকে ঢেকে রাখা উচিত।

twt

ওই ধর্মগুরু নিজের ভাষণে বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘মহিলারা আপেলের মতই। তাঁদের ব্যাবহার তখনই করা হয়, যখন তাঁদের উপর পোকামাকড় আক্রমণ না করে। খোসা সমেত আপেলে পোকামাকড় আক্রমণ করেনা। কিন্তু খোসা ছাড়া আপেলে পোকামাকড় আক্রমণ করে। ওই মুসলিম ধর্মগুরুর মতে আপেলের মতই মহিলাদের কোন ইচ্ছাশক্তি নেই।

Koushik Dutta

সম্পর্কিত খবর