টিকটকে ভাইরাল জীবন্ত মধুবালা! জোর চর্চা শুরু নেটিজেনদের মধ্যে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ৬০ দশকের কিংদন্তী অভিনেত্রী ছিলেন তিনি। রুপোলি পর্দায় এসে বহু লোকের মন জয় করেছিলেন। বলিউডের ‘মেরিলিন মনরো’ বলা হয় তাঁকে। কখনও যাঁর মুঘল-ই-আজম, কখনও চলতি কা নাম গাড়ি কিংবা তারানার ছটায় অভিনয় করে দর্শকদের হৃদয় হরণ করেছিলেন এক সময়ে। বুঝতেই পারছেন মধুবালার কথাই বলা হচ্ছে। কিন্তু ১৯৬৯ সালে মাত্র ৩৬ বছর বয়সে চলে যান বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। এবার বলিউডের সেই আইকনিক স্টার মধুবালাকে নকল করে সোশ্যাল সাইটে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন টিকটক স্টার প্রিয়াঙ্কা খন্ডওয়াল।

https://twitter.com/priyankakandwal/status/1182180674821746688?s=19

 

https://twitter.com/priyankakandwal/status/1185879094929395713?s=19

 

সম্প্রতি মধুবালার ‘হাওড়া ব্রিজ’ (১৯৫৪) সিনেমার গানে ঠোঁট মেলাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কখনও হাল ক্যায়সা হ্যায় জনাব কা কিংবা আয়িয়ে মেহরবা-তে ঠোঁট মিলিয়ে ভাইরলা হতে শুরু করেছেন প্রিয়াঙ্কা খন্ডওয়াল নামে ওই টিকটক স্টার।

https://twitter.com/priyankakandwal/status/1186354504582590464?s=19

 

 

প্রিয়াঙ্কা খন্ডওয়াল ট্যুইটারে তাই ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন, তা ভাইরাল হতে শুরু করে মুহূর্তে। পাশাপাশি প্রিয়াঙ্কা খন্ডওয়ালের ওই ভিডিয়ো নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চাও শুরু হয়ে যায় জোর কদমে। অবিকল প্রায় এক দেখতে এই ২ জন কে। মধুবালার মুখের সঙ্গে অনেক মিল পাওয়া গেছে এই টিকটক স্টারের। অনেকেই বলছেন টিকটকে জীবন্ত হয়ে এসেছেন পুরোনো যুগের এই কিংবন্তি অভিনেত্রী। 

X