মোদির স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া, পথ হারানো জিও আবার আকর্ষণীয় প্ল্যানে কামব্যাক!

 

হ্যালো, শোন তুই আমাকে একটু কল ব্যাক কর না; আমারতো ভোডাফোন এয়ারটেল অনেক টাকা কাটে তোর তো জিও। আচ্ছা করছি রাখ। এবারে সেই দিন শেষ হতে চলেছে কারণ জিও অফার দিয়ে প্রবেশ করেছিল গ্রাহকদের মনে। সেই অফারের মেয়াদকাল ফুরিয়েছে। সারকথা হচ্ছে এরপর একাধিক প্ল্যান এর কথা আসলে ও বারবার পরিবর্তন করতে হচ্ছে তাকে প্ল্যান এর কারুকার্য তা।

২২২ টাকা : ভ্যালিডিটি ২৮ দিন। প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। প্রতিদিন ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। তা পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।

IMG 20191011 112643 1

৩৩৩ : ভ্যালিডিটি ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। দৈনিক ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।

৪৪৪ : ভ্যালিডিটি ৮৪ দিন।প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। প্রতিদিন ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।

সম্পর্কিত খবর