সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে SBI

 

বাংলা হান্ট ডেস্ক:   দিনের শুরুতেই খারাপ খবর। ১ নভেম্বর ২০১৯ থেকেই এস বি আই (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) সুদের হার কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে সেভিংস অর্থাৎ সঞ্চয়ী একাউন্ট গুলির জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 25 বেসিক পয়েন্ট রেপু রেট কমানোর পড়ি সুদের হার কমানোর ঘোষণা করে দেশের বৃহত্তম ব্যাংক এস বি আই।

   

81854 sbi2 pti 1

এক লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স সহ সেভিংস একাউন্ট গুলির সুদের হার 25 বেসিক পয়েন্ট বা 0.25 শতাংশ পয়েন্ট কমিয়ে দেওয়া হবে। স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার বিজ্ঞপ্তিতে ইউ বলেছে 2019 সালের ১ নভেম্বর থেকে এক লাখ টাকা পর্যন্ত ব্যালেন্সে সুদের হার 3.50 শতাংশ থেকে 3.25 শতাংশ করা হচ্ছে। 10 অক্টোবর থেকে মেয়াদি আমানতে নতুন সুদের হার ও কার্যকর করা হয়েছে এক বছর থেকে দুই বছরের কম এবং দু কোটি টাকার কম মেয়াদি আমানতে সুদের হার বার্ষিক ০.১০ শতাংশ কমায়। এবং একই মেয়াদের দু কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে সুদের হার 0.30 শতাংশ হারে কমিয়েছে।

তবে এবার থেকে একসঙ্গে 40 হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে এস বি আই গ্রাহকরা এটিএম থেকে।

সম্পর্কিত খবর