রণবীরকে বিয়ে করা নিয়ে কি বলছেন আলিয়া?

বাংলা হান্ট ডেস্ক: বলিউডে আপাতত সেলিব্রেটি গ্র্যান্ড ওয়েদিং এর লিস্টে সবার আগে রয়েছেন রণবীর-আলিয়া।  ইতিমধ্যেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তোড়জোড়ও নাকি শুরু করে দিয়েছে দুই পরিবার। সম্প্রতি এমনই গুঞ্জনই শোনা যায় বি টাউনের আনাচে কানাচে। শুধু তাই নয়, রণবীর-আলিয়ার শগুন সেরিমনির কার্ডও নাকি ছাপানো হয়ে গেছে, এমন খবর পাওয়া যায়। 

 

পাশাপাশি শগুন সেরিমনির কার্ডের ছবিও প্রকাশ্যে এসেছে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়। অবশ্য পরে জানা যায়, রণবীর-আলিয়ার শগুন সেরিমনির কার্ড বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট নিজে।

 

রণবীরের সঙ্গে বিয়ে নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয় ভাট-কন্যাকে। বিমানবন্দরে যাওয়ার সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, হেসে ফেলেন আলিয়া। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। কিছু বলার জন্য পাপারাতজি জোর জবরদস্তি শুরু করলে, আলিয়া পালটা প্রশ্ন করে বসেন, কী বলবেন বলে।

https://www.instagram.com/p/B36DytMHTn3/?utm_source=ig_web_copy_link

বর্তমানে ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনে ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। শোনা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট একসঙ্গে আর স্ক্রিন শেয়ার করবেন না। দুজনের রসায়ন দর্শকের সামনে না এলে তাঁরা বুঝতে পারছেন না, পর্দায় তাঁদের প্রেম কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। 

 

এদিকে রণবীর বর্তমানে সামশেরার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে রয়েছেন বাণী কাপুর। অন্যদিকে সড়ক-এর শ্যুটিং শুরু করেছেন আলিয়া ভাট। পাশাপাশি করণ জহরের তখত-এর জন্যও প্রস্তুতি শুরু করেছেন তিনি। সেই সঙ্গে সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিওয়াড়িতেও আলিয়া ভাটকে দেখা যাবে বলে খবর।

সম্পর্কিত খবর