দৃষ্টিনন্দন ভাবনা! ভারতীয় দলের ব্লেজার পরে বোর্ড সভাপতির চেয়ারে সৌরভ গাঙ্গুলি।

Published On:

আজ বিসিসিআই সভাপতি পদে বসলেন সৌরভ গাঙ্গুলি। আর প্রথম দিনেই তিনি সবাইকে চমকে দিলেন। ভারতীয় দলের যে জার্সি গায়ে তিনি শেষবার খেয়েছিলেন সেই জার্সি পড়েই তিনি আজকে বসলেন বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে। আর এই ঘটনার মধ্যে দিয়ে সকলের প্রিয় দাদা ফের একবার সকলকে মনে করিয়ে দিলেন যে তিনি হলেন ভারতীয় দলের প্রাপ্তন অধিনায়ক।

এক সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন আর এখন তার কাঁদে পুরো ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব। এমন নজির ভারতীয় ক্রিকেটে আর নেই। আর সবচেয়ে অবাক করা ব্যাপার এটাই যে বোর্ড সভাপতি হিসাবে প্রথম দিনেই ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়ে আসা। এমন চিন্তাভাবনা যে শুধু দাদার মাথা থেকেই আসে সেটা জানতে কারুর বাকি নেই।

আগেই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে বোর্ড সভাপতি হিসাবে তিনি প্রাপ্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার দেখানো পথই অনুসরণ করবেন। আর এখনই তাই বলছেন। এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাদা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য যা যা করা সম্ভব তিনি সব করবেন। উনার দিক দিয়ে কোনো রকম খামতি তিনি হতে দেবেন না বলেই জানিয়েছেন।

এইদিন বোর্ড সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলির হাতে ব্যাটন তুলে দেন বোর্ডের সিইও কমিটির প্রধান বিনোদ রাই। সৌরভ গাঙ্গুলির সাথে সাথে এইদিন বোর্ডের সচিব পদে যোগদান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ এবং বোর্ডের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন অনুরাগ ঠাকুরের ভাই অরুন ধুমাল।

সম্পর্কিত খবর

X