বাংলা হান্ট ডেস্ক: আকাশে কালো করে আসা মেঘের ছায়া, বাতাসে গুরুগুরু বজ্রপাতের শব্দ, ধীরে ধীরে অন্ধকারে ঢেকে আসছে শহর কলকাতা, পাওয়া গেছে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, অনেক জায়গায় আবার আলো-আঁধারি পরিস্থিতি। মাঝেমধ্যেই আকাশ কালো করে এসে প্রবল বৃষ্টি নামছে কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টাতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের শুরু হয়েছে বৃষ্টি। বুধবার দুপুর বেলা থেকেই কালো করে এসেছে আকাশ। দুপুর বেলাতে মেঘের ঘনঘটা আচ্ছন্ন হয়ে যায় রাজ্যের বেশ কিছু জায়গা। বৃষ্টি শুরু হয় পুরুলিয়া, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
সম্প্রতি আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সমস্ত জেলা গুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। এমনকি উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে আরো দুঃসংবাদ রয়েছে যে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে সম্প্রতি। যার প্রভাবে বৃষ্টি হতে পারে কালীপুজোয়। বৃষ্টির জলে ধুয়ে মুছে যেতে পারে পূজোর সমস্ত আনন্দানুষ্ঠান। জানা গেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামি ৪৮ ঘণ্টায় যা পরিণত হতে পারে নিম্নচাপে। এই নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ধরে ভূভাগে প্রবেশ করবে। এরপর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে কালীপুজোর সময়ই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।