বাংলা হান্ট ডেস্কঃ কোন দেশে আর্থিক বৃদ্ধির জন্য ‘ease of doing business” মানে ব্যাবসার জন্য অনুকূল পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ হয়। আর সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের লেটেস্ট ব্যাবসা করার সহজ পরিবেশের তালিকায় থাকা দেশ গুলোর মধ্যে ভারত ১৪ ধাপ এগিয়ে এসেছে। এই তালিকায় ভারতের স্থান এখন ৬৩ নম্বরে। কেন্দ্রের মোদী সরকারের কাছে এটি একটি বড় উপলব্ধি।
আপানদের জানিয়ে রাখি, বিশ্ব ব্যাঙ্কের সহজ ব্যাবসায়িক পরিবেশের তালিকায় সৌদি আরব ৬২ আর ইউক্রেন ৬৪ নম্বর স্থানে আছে। এই তালিকায় কোন দেশের চারটি প্রধান জিনসকে মাথায় রেখে র্যাঙ্ক দেওয়া হয়। ওই চারটি জিনিষ হল, নতুন ব্যাবসা শুরু করা, দেওউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করা, সীমান্তের ওপারে ব্যাবসা আর কন্সট্রাকশন পারমিট।
ভারত গত বছর ২০১৮তে এই তালিকায় ৭৭ নম্বর স্থানে ছিল, আর ২০১৭ সালে ১০০ নম্বর স্থানে ছিল। বর্তমান সময়ে আর্থিক মন্দা নিয়ে ভারত সরকারের কড়া সমালোচনা হচ্ছে। যদিও এরপরেও ভারত প্রথম ২০ টি দেশের তালিকায় নিজেদের যায়গা পাকা করে নিয়েছে। গোটা বিশ্বের ১১৫টি দেশের সরকার ২৪৯ টি প্রকল্প ঘোষণা করেছে। তাঁদের মূল উদ্দেশ্য হল, দেশে ব্যাবসা বাণিজ্যর কাজ সহজ করে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা। ভারত সরকার লাগাতার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে। আর তাঁর সুফল হিসেবেই ব্যাবসার ক্ষেত্রে সহজ পরিবেশ, বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে এলো ভারত।