বোর্ড সভাপতি হিসেবে বুধবার সরকারি ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সৌরভ গাঙ্গুলি। তারপরে বৃহস্পতিবার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মার সাথে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। বৈঠক সেরে রাতেই কলকাতায় ফিরে এসেছেন সৌরভ গাঙ্গুলি। আজকে ইডেন গার্ডেনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীকে জমকালো সংবর্ধনা দিতে প্রস্তুত সিএবি। এই সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এবং সেই সাথে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ভিভিএস লক্ষ্মণ।
জগমোহন ডালমিয়ার পর আবার বাংলা থেকে কেউ ভারতীয় ক্রিকেটের মসনদে বসল অর্থাৎ বিশ্বের প্রেসিডেন্ট হল একজন বাঙালি। তাই এই দিন শহরে ফেরার সাথে সাথে সৌরভ গাঙ্গুলীকে জমকালো ভাবে বরণ করে নিয়েছিল সিএবি। যদিও সেটা ছিল ছবির ট্রেলার আর আজকে সৌরভ গাঙ্গুলীকে সম্বর্ধনা দেওয়ার মধ্য দিয়ে হতে চলেছে পুরো ছবি। আর এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলীকে সম্বর্ধনা জানাবে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএবি প্রাক্তন এবং বর্তমান প্রশাসকরা, তাদের উপস্থিতিতেই সৌরভ গাঙ্গুলীর হাতে তুলে দেওয়া হবে রুপোর ফলক। সেইসাথে দাদাকে নিয়ে বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের বিশেষ চমক যার অধিনায়কত্বে প্রথম ভারতীয় দলের জার্সিতে সৌরভ গাঙ্গুলীর অভিষেক হয়েছিল সেই মহম্মদ আজহারউদ্দিন উপস্থিত থাকবেন, সেই সাথে ভিভিএস লক্ষ্মণও এই দিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এই মুহূর্তে কলকাতা শহরে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে আর তাই সিএবির তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই দিনের অনুষ্ঠানে কোন ভাবেই বৃষ্টি ব্যাঘাত ঘটাতে না পারে। অর্থাৎ সৌরভ গাঙ্গুলির এই সম্বর্ধনা অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন।