বাংলা হান্ট ডেস্ক : সামাজিক মাধ্যমকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করেছেন৷ জাতির উদ্দেশে দেশের উন্নয়নমূলক কাজ নিয়ে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বার্তা দিয়ে থাকেন৷এ বার মোদীর পথেই হাঁটতে চলেছে কংগ্রেস তাই তো মন কি বাত অনুষ্ঠানের পাল্টা দেশ কি বাত শুরু হচ্ছে আজ থেকেই৷ আজ সকাল এগারোটা থেকেই কংগ্রেসের দেশ কী বাত অনুষ্ঠানের শুরু হবে৷
তবে কংগ্রেসের দেশ কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরা৷ সদ্যসমাপ্ত মহারাষ্ট্র এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল কিন্তু বিজেপির কানের কাছ দিয়ে ঘেঁষে চলে গেছে৷ তাই এবার নিজেদের ক্ষমতা পুরো উদ্ধার করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস তাই দলের এক নেতার কথায় মানুষ যে কংগ্রেসের প্রতি আমার বিশ্বাস ও আস্থা রাখছে তার প্রমাণ মিলেছে তাই সংবাদমাধ্যমে নয় এবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এগোতে চাইছে কংগ্রেস৷
জানা গিয়েছে দেশ কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের প্রতিদিনের নানান রকমের সমস্যাকে তুলে ধরা হবে এবং দেশের বেকারত্ব মূল্যবৃদ্ধি এই সমস্যাগুলোকে তুলে ধরা হবে দেশবাসীর মধ্যে৷ তবে মন কি বাত অনুষ্ঠানের পাল্টা হলেও দেশ কি বাত অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র একজন বক্তা নন প্রতিটি পর্বে আলাদা আলাদা মুখপাত্র নিজেদের মতো করে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন৷
লোকসভা ভোট প্রচার থেকে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস মানুষের সমস্যাগুলি সকলের সামনে তুলে ধরতে চেয়েছে৷ যদিও তা ফলপ্রসূ হয়নি তাই এ বার ঘুরে দাঁড়াতে চাইছে জাতীয়তাবাদী কংগ্রেস৷ ভোট মঞ্চের বাইরে এবার সামাজিক মাধ্যমে সুর চড়াবে তারা৷
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…