ঘরে বসেই ঘুরে ফেলুন শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গুলির আনাচে কানাচে

বাংলা হান্ট ডেস্ক :  ছুটির দিনে কাজের চাপের বাইরে থেকে মনটা একটু শুরু শুরু করে৷ শহর কলকাতায় ধর্মতলার শহিদ মিনার কিংবা ভিক্টোরিয়া চত্বর বারবার ভ্রমণ করা হয়ে গেলেও ছুটির দিনে সঙ্গী কিংবা সঙ্গিনী বা বন্ধুবান্ধবদের সঙ্গে এই জায়গাগুলোই যেন বড্ড আকর্ষণ করে৷ কিন্তু সব ছুটির দিনে আবার ঘোরার সুযোগ হয়ে ওঠে না৷ শহর কলকাতার বুকে থাকলেও ইচ্ছা থাকলে উপায় নেই, কখনও কাজের চাপ কিংবা কখনও আবার প্রাকৃতিক দুর্যোগ তাই ছুটির দিনে মন খারাপ করে ঘরে বসে থাকতে হয়৷ কিন্তু এবার ছুটির দিনে ঘরে বসেই স্মৃতি সৌধ গুলিতে ঢুঁ মেরে আসতে পারেন৷PHILAU closeup

খুব শীঘ্রই ভার্চুয়াল ভৌগোলিক তথ্য সিস্টেমের একটি ইন্টারেকটিভ থ্রিডি মানচিত্র তৈরি হতে চলেছে শুধুমাত্র শহর কলকাতার উপরে, তাই ঘরে বসে ল্যাপটপ কিংবা মোবাইল বা কম্পিউটারের মাউসের সাহায্যে কলকাতা শহরের দর্শনীয় জায়গা এবং স্মৃতি সৌধ গুলিতে যেতে পারবেন৷ ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড মেটিং ম্যাপিং অর্গানাইজেশন বা ন্যাটমো ও এই অনলাইন মানচিত্র প্রস্তুতকারীর দায়িত্বে রয়েছেন৷ আর এই ভার্চুয়াল ম্যাপের মাধ্যমে মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থান ও স্মৃতি সৌধগুলি কে ঘরে বসে অনলাইনে দেখতে পাবেন৷

ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কাজ শুরু হয়েছে৷ ভবিষ্যতে আরও কিছু ইমারত ও সৌধের সংযোজন করার ইচ্ছা রয়েছে ত্রি মাসিক মানচিত্রে এমনটাই জানিয়েছেন সংস্থার মুখ্য পরিচালক তপতী বন্দ্যোপাধ্যায়৷ যদিও দুধের স্বাদ ঘোলে মিটবে কিন্তু তাতে কী দেখাতে হবে৷ জানা গিয়েছে ওই মাসিক মানচিত্র হিসেবে গুগল আর্থ রয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র বাইরের অংশটি নয় ভেতরের খুঁটি নাটি সমস্ত জিনিসটাই আমরা দেখতে পাব ঘরে বসে৷ জানা গিয়েছে 5-8 নভেম্বর ভারতের আন্তর্জাতিক বিজ্ঞান উত্সবে এই নয়া প্রযুক্তিতে তৈরি ম্যাপটি প্রদর্শন করা হবে৷

সম্পর্কিত খবর