টেষ্ট ক্রিকেটে উইকেটকিপিং থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম।

টেস্ট ক্রিকেটে উইকেট কিপিং থেকে অবসর নিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম প্রধান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। অর্থাৎ টেস্ট ক্রিকেটে তাকে আর উইকেট কিপিং করতে দেখা যাবে না। জানা গিয়েছে নিজের ব্যাটিং আরো উন্নত করার জন্যই তার এই সিদ্ধান্ত অর্থাৎ তিনি ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে চায় বাংলাদেশ ক্রিকেট দলে। আর তাই টেস্ট ক্রিকেটে উইকেট কিপিং থেকে অবসর নিলেন তিনি। আসন্ন ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে এই বাংলাদেশী উইকেট রক্ষককে দেখা যাবে না পেছনে উইকেটের পিছনে দাঁড়িয়ে উইকেট কিপিং করতে।

বাংলাদেশ ক্রিকেট দলে দীর্ঘদিন ধরে উইকেটকিপিং করে আসছেন এই মুশফিকুর রহিম। তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং টেস্ট তিনটি ফরমেটে বাংলাদেশের ক্রিকেট কিপিং করে থাকেন এমনকি বাংলাদেশের বিভিন্ন ফ্রাঞ্চায়সি লিগেও তাকে দেখা গিয়েছে উইকেট কিপিং করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর তরফ জানানো হয়েছে মুশফিকুর রহিম যে টেস্ট ক্রিকেটে আর উইকেট কিপিং করবেন না সেই কথা তিনি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গোকে জানিয়ে দিয়েছেন।

240042572706469fc6eea1a976fe324cd9a45fd89

মুশফিকুর রহিম যাতে তার ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে পারেন সেই জন্য মুশফিকুর রহিমের এই সিদ্ধান্ত সম্মতি জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো সেই সাথে টিম ম্যানেজমেন্টও পুরোপুরিভাবে সাপোর্ট করেছে মুশফিকুর রহিমকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর