অযৌক্তিক মন্তব্য করে কটাক্ষের শিকার হতে হল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসকে।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ভারত সফর এসেছিল, সেই সফরে তিনটি টেস্ট ম্যাচ হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এবং তিনটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতীয় দল। ফলে তিন ম্যাচ হেরে প্রথম বারের জন্য ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে দক্ষিণ আফ্রিকাকে দেশে ফিরতে হয়। আর তারপর দেশে ফিরে গিয়েই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস করে বসলেন এক অযৌক্তিক মন্তব্য।

এইদিন সাংবাদিক সম্মেলনে ফ্যাফ ডুপ্লেসিস বলেন যে ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ ভারতের কাছে টস হেরেছে আমরা ফলে তিনটি ম্যাচে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নিয়েছে আর তারপর প্রত্যেকবার প্রথম ব্যাটিং করে 500 রানের কাছাকাছি করার পর দ্বিতীয় দিনে যখন প্রায় অন্ধকার নেমে আসছে সেই সময় তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে ফলে সেই মুহূর্তে ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছিলাম আমরা। তাই এর ফলে টসে জিতে বেশ সুবিধা পেয়েছে ভারতীয় দল। তাই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডুপ্লেসিস জানান এবার থেকে টেস্ট ক্রিকেটে টস তুলে দেওয়া উচিত তাহলে সফরকারী দল কিছুটা হলেও সুবিধা পাবে।

271842941a48310c57757a90f9ed3aa0b1b047b

আর ডুপ্লেসিসের এই মন্তব্যের পরে চারিদিকে ট্রোলড হতে শুরু করেন ডুপ্লেসিস। নেট দুনিয়ায় একের পর এক কটাক্ষ ভেসে আসে ডুপ্লেসিস কে উদ্দেশ্য করে। তার এমন মন্তব্যে সবথেকে বেশি বিরক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট সমর্থক ডুপ্লেসিসকে উদ্দেশ্য করে কয়েকটি টুইট করেন। একজন লিখেছেন সত্যিটা মেনে নিতে পারছেন না ডুপ্লেসি, অপরদিকে আরেকজন লিখেছেন অধিনায়ক হিসেবে ডুপ্লেসি তার দলকে সঠিক ভরসা জোগাতে পারেন নি তার ফলে সাউথ আফ্রিকা এইরকম খারাপ ফল করেছে। অপরদিকে আরেকজন লিখেছেন যে বোকার মত কথা বলছেন ডুপ্লেসি কারণ প্রত্যেক দলকেই কোনো না কোনো সময় অন্য দেশে গিয়ে ম্যাচ খেলতে হয়। তাই এরকম অজুহাত দিয়ে কোন লাভ নেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর