কাজের সন্ধানে কাশ্মীরে যাওয়া পাঁচ বাঙালি শ্রমিককে হত্যা করল জঙ্গিরা!

Published On:

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে জঙ্গিরা ফের নপুংসকের মতো কাজ করল। মঙ্গলবার জঙ্গিরা জম্মু কাশ্মীরে কাজ করা পাঁচ নিরীহ শ্রমিকদের হত্যা করে দেয়। ওই পাঁচ শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। জম্মু কাশ্মীরের কুলগাঁম এলাকায় জঙ্গিরা এই পাঁচ শ্রমিককে হত্যা করে। মৃত সমস্ত বাঙালি শ্রমিকেরা রুজি রুটির টানে কাশ্মীরে কাজে গেছিলেন। এই ঘটনার খবর আসার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের তল্লাশিতে সার্চ অপারেশন চালানো হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, পাক সমর্থিত জঙ্গিরা লাগাতার উপত্যকায় অশান্তি ছড়ানোর কাজ করে চলেছে। এর আগে জঙ্গিরা ভিন্ন রাজ্য থেকে কাশ্মীরে আপেল নিতে যাওয়া ট্রাক ড্রাইভারদের হত্যা করেছিল। এর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামা এলাকার দ্রবগাম এলাকায় জঙ্গিরা সিআরপিএফ এর উপর হামলা চালায়। ওই হামলায় এখনো পর্যন্ত কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেনা জঙ্গিদের হামলার জবাবে পালটা ফায়ারিং করে। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় সেনা।

সেনা সুত্র থেকে জানা যায় যে, মঙ্গলবার দুপুরে জঙ্গিরা পুলওয়ামার দ্রবগাম এলাকায় সিআরপিএফ জওয়ানদের উপর ফায়ারিং করে। ফায়ারিং করার পর জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে গোটা এলাকা ঘিরে ফেলে সেনার জওয়ানেরা। এলাকা ঘিরে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হয়। কিন্তু স্থানীয়দের হাত থাকার কারণে এখনো পর্যন্ত কোন জঙ্গিকে ধরতে সক্ষম হয়নি সেনা।

সম্পর্কিত খবর

X