ফের মানবিকতার পরিচয় দিলেন পাকিয়াও, এবার তিনি গরিবদের জন্য তৈরি করে দেবেন থাকার জায়গা।

অনেকেই বলেন তিনি টাকার বিছানায় ঘুমান। যদিও এটা মজার ছলেই বলে থাকেন সবাই কিন্তু কথা কোনো অংশে মিথ্যা নয়। তিনি হয়তো টাকার বিছানায় ঘুমান না কিন্তু তার আয় নেহাতই কম নয়। দেশে বিদেশে নানান জায়গায় ঘুরে ঘুরে তিনি পেশাদার বক্সিং খেলে যে ইনকাম করছেন সেটা বড় বড় ধোনি ব্যবসায়ীকেও হার মানাবে।কিন্তু এত রোজকার করে ধোনি ব্যাক্তি হওয়ার সত্ত্বেও তিনি যে এখন মানবিকতা ভুলেন নি সেটাই এবার প্রমাণ করে দিলেন বিখ্যাত বক্সার মানি পাকিয়াও।

এই ফিলিপিন্স বক্সার জানিয়েছেন তিনি ফের একবার দেশের দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে ঘর তৈরি করে দেবেন। এর আগেই পাকিয়া একবার দেশের গরিব মানুষদের জন্য বিনামূল্যে ঘর তৈরি করে দিয়েছিলেন 2016 সালে। আগেরবার গরিব মানুষদের জন্য এক হাজার ঘর তৈরি করে দিয়েছিলেন তার নিজের শহর সারাঙ্গিতে। এছাড়াও তিনি এই একই কাজ করেছিলেন ক্যাভাইট সহ অন্যান্য এলাকাতেও। এবার তিনি গরিবদের জন্য ঘর তৈরি করতে চলেছেন বাকোলোড সিটিতে।

136447049af1299d8106fe275631476d09153862c

এই বিখ্যাত বক্সের পাকিয়াও একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে আমার নিজের ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে শুয়ে আমি রাত কাটিয়েছি। তাই গরিব মানুষদের কষ্টের কথা আমি ভালভাবেই জানি আর সেজন্যই আমি যতটা পারি গরিব মানুষদের সাহায্য করি। সেই সাথে সাথে তিনি জানিয়েছেন প্রায় এক দশক ধরে এই কাজ করে চলেছি আমি, সেই সাথে আমি দেশের অন্যান্য ধোনি ব্যাক্তিদের কাছে একটা উদাহরণ হতে চায় যাতে তারাও এই মহৎ কাজে এগিয়ে আসেন এবং কিছুটা হলেও গরিবদের সাহায্য করে।

Udayan Biswas

সম্পর্কিত খবর