বোমা তৈরির সময় বিস্ফোরণের সময় মৃত 3 তৃণমূল সদস্য

বাংলা হান্ট ডেস্ক : সোমবার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত তিন তৃণমূল সদস্য৷ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির তালতলি এলাকায়৷ 3 জন নিহত হওয়া ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁরাও প্রত্যেকেই তৃণমূল দলের সদস্য বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে বোমা তৈরির সময় দুর্ঘটনা বশত বিস্ফোরণের জেরেই তাঁদের মৃত্যু হয়৷ যদিও বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দেখছে অনেকেই৷ কারণ চলতি মাসের প্রথম দিকে তালতলি এলাকায় দুটি তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় বোমা নিক্ষেপ করা হয়েছিল তাই শনিবার বিস্ফোরণে নিহত তিন তৃণমূল সদস্যের মধ্যে ঝামেলা কেউ এড়িয়ে দেওয়া যাচ্ছে না৷blast

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বোমা বাঁধার জন্য এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে ওই তিন তৃণমূল সদস্য উপস্থিত হয়েছিলেন৷ কিন্তু দুর্ঘটনাবশত হঠাত্ বোমা ফেটে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই তিন ব্যক্তির দেহ টুকরো টুকরো হয়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত আরও বেশ কয়েকজন গুরুতর জখম হন৷ ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং নিহতদের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটেছিল৷ অন্য দিকে জলঙ্গি ব্লক টিএমসি নেতা রাকিবুল নিহতরা তৃণমূলের সদস্য ছিলেন না বলে জানান, তবে জলঙ্গির বিধায়ক আবদুর রাজ্জাক মোল্লা নিহত তিন জন তৃণমূলের সদস্য ছিল বলে জানিয়েছেন৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ সূত্রের খবর স্থানীয় নদী বন্দর নিয়ন্ত্রণ নিয়ে জলঙ্গির দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল৷ তাই অনেকেই মনে করছে সংঘর্ষের জন্যই হয়তো বোমা বাঁধা হয়েছিল৷ এমনকি এর আগেও বেশ কয়েকবার বোমা বাঁধার জন্য সন্ধ্যায় নদীর কাছে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা৷

তবে নিহতদের পরিবারের তরফে বোমা তৈরির অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে, উল্টে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা৷ নিহত মন্টু মোল্লার স্ত্রী জানিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁর স্বামী বাড়িতে থাকতে পারছিলেন না এবং কয়েক দিন ধরে নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে থাকতে শুরু করেছিলেন আর সে বিষয়টি জানার পরে তাঁর স্বামীর ওপর হামলা চালানো হয়েছে৷ যদিও পুলিশ অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে৷


সম্পর্কিত খবর