এই দূষিত পরিবেশে ফিটনেট ধরে রাখা কষ্টকর! দিল্লীর দূষণ নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী।

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী দীর্ঘদিন ধরে দিল্লিতে থেকে বড় হলেও বর্তমানে তিনি আর দিল্লির মাটিতে পা রাখতে চান না এমনটাই জানিয়েছেন। তার একমাত্র কারণ দিল্লীর ভয়াবহ দূষণ, সুনীল ছেত্রী জানিয়েছেন অতিরিক্ত মাত্রায় দূষণের জন্য তিনি দিল্লী আসতে চান না। অন্তত এই মুহূর্তে তিনি কিছুতেই দিল্লিতে আসতে চান না বলে জানা গিয়েছে।

দেওয়ালির দিন দিল্লির দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ গুণ বেড়ে 423 সূচকে পৌঁছে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন মানুষের শ্বাসকষ্টের প্রকোপ বেড়ে গিয়েছে দিল্লিতে, এমন পরিস্থিতিতে ভারত বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ হওয়া যে কষ্টকর সেটা বোঝাই যাচ্ছে। কারণ দুই বছর আগে একটি টেস্ট ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেটাদের দেখা গিয়েছিল মুখে মাস্ক পড়ে খেলতে, সেই জন্যই বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচটি যদি দিল্লিতে হয় তাহলে সেই ম্যাচে পুনরাবৃত্তি দেখা যেতে পারে এইদিনও।

160863549ddb806f4220bee385e0d49a3d19b10f1

আর এমন পরিস্থিতিতে সুনীল ছেত্রী জানিয়েছেন যে আমি নিজের দিল্লীর ছেলে হলেও এই মুহূর্তে খুব কম দিল্লি আসি। কারণ দিল্লিতে প্রবেশ করা মাত্রই চোখে জ্বালা অনুভব করি, সেইসঙ্গে মাঝে মাঝে শ্বাসকষ্টও অনুভব করি। এছাড়াও তিনি জানিয়েছেন যেসব বিদেশী খেলোয়াড় দিল্লী আসেন তাদেরকে মুখে মাস্ক পড়ে থাকতে হয়। কারণ ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় দিল্লির দূষণের পরিমাণ অনেকগুণ বেশি। সেই সঙ্গে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি এমন পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে।

সেই সঙ্গে সাধারণ মানুষদের দূষণের হাত থেকে বাঁচার জন্য বেশ কিছু টিপস দিয়েছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী জানিয়েছেন বেশি পরিমাণে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন খাটাখাটনি করুন, খাবার খান নিয়ম করে তবে স্বল্প পরিমাণে। সেই সাথে শারীরিক ভাবে খাটা খাটনি করার কথাও জানিয়েছেন সুনীল ছেত্রী।

Udayan Biswas

সম্পর্কিত খবর