৩৫ টাকার রিচার্জ আর বাধ্যতামূলক নয় ভোডাফোনে, জিওকে টেক্কা দিতেই সিদ্ধান্ত ভোডাফোনের!

 

বাংলা হান্ট ডেস্ক : একসময় গ্রাহকদের মধ্যে উৎসাহিত করতে জিও এনে দিয়েছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। বদলে দিয়েছিল ফোনের দুনিয়া। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কথা কোনোদিন ভাবতে পারিনি। ভাবতে পারিনি সুদূর দেশে ভিডিও কল করে তার প্রিয়জনের সাথে আলাপ জমাবে। কিন্তু সেই দিন শেষ। ঘটে গেছে পরিবর্তন। ঘটে গেছে বিবর্তন। উঠিয়ে নিয়েছে তার আকর্ষনীয় অফার। ফ্রি কল। আর এই সুযোগেই দানা বেঁধেছে একাধিক কোম্পানির উঠে আসার সুযোগ। আর সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি একাধিক কোম্পানিগুলো। তারা নেমে পড়েছে প্রতিযোগিতার মহাযজ্ঞে।

IMG 20191031 150056 1

গ্রাহকদের জন্য সুখবর দিল ভোডাফোন । আর ৩৫ টাকা রিচার্জ বাধ্যতামূলক নয় ।TRAI এর পরামর্শে মাসে ৩৫ টাকা বাধ্যতামূলক করে গ্রাহকদের বেশ চাপেই ফেলে দিয়েছিল ভোডাফোন ও অন্যান্য টেলিকম সংস্থাগুলি ।আর নূন্যতম রিচার্জ ৩৫ বাধ্যতামূলক নয় এবার ২০ টাকা ন্যূনতম রিচার্জ । ২০ টাকা রিচার্জ করলেই বিঘ্ন ঘটবে না পরিষেবায় ৷ যুগান্তকারী সিদ্ধান্ত নিতে মুহূর্ত দেরি করেনি ভোডাফোন। এমনকি আগের ,১০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকার ফুল-টকটাইম ভাউচারগুলি ৷ যদিও ১০ টাকা ভাউচারে কোন অতিরিক্ত পরিষেবা নেই ।

সম্পর্কিত খবর