বিধানসভা উপনির্বাচনে পুরনো নেতাদের উপরেই ভরসা তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবি সকলেরই জানা৷ তাই তো লোকসভার মতো আর ভুল করতে চাইছে না শাসক শিবির, তাই এক দিকে যেমন বামেরা কংগ্রেসের সঙ্গে সমঝোতা করছে ঠিক তেমনই রাজ্যে বিধানসভা উপনির্বাচনে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো ও স্থানীয় নেতাদের উপরেই ভরসা রাখছেন৷ প্রতিমন্ত্রী খড়্গপুর করিমপুর ও কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে৷ খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার করিমপুর ও কালিয়াগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন বিমান হিন্দু সিংহ এবং তপন দেব সিংহ৷823320 mamata banerjee 1 reuters

যেহেতু খড়্গপুর বিধানসভা থেকে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু লোকসভা নির্বাচনে সাংসদ হয়ে যাওয়ায় সেই পদটি ফাঁকা রয়েছে অন্যদিকে করিমপুর ও কালিয়াগঞ্জের ক্ষেত্রে একই অবস্থা৷ এক দিকে মহুয়া মৈত্র সাংসদ হয়েছেন অন্যদিকে বিধায়ক এর মৃত্যুর পর আসন ফাঁকা রয়েছে তাই তিনটি বিধানসভা কেন্দ্রে জাঁদরেল প্রার্থী দিয়ে তৃণমূল সম্মানের আসন লড়াইয়ে নেমেছে৷

প্রধান বিরোধী মুখ কে ধাক্কা দিতে স্থানীয় নেতৃত্বদের মতো তৃণমূল খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের উপরই আস্থা রেখেছে৷ অন্যদিকে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ এবং কালিয়াগঞ্জের প্রার্থী তপন দেব সিংহ দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দুজনের ভালো সম্পর্ক রয়েছে৷ তাই এবার তাঁদের উপরেই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী৷

এমনিতেই লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফলাফল খুব খারাপ তাই রাজ্যের প্রতিটি জেলায় প্রতি মাসে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্য সরকার এবং তার আগেই বিধানসভা উপনির্বাচনে দলনেত্রীর নির্দেশে পুরনো কর্মীদের ফেরাচ্ছে শাসক শিবির৷

সম্পর্কিত খবর