কী ভাবে নিকেশ করা হল বাগদাদিকে? জল্পনার অবসান ঘটিয়ে ভিডিও প্রকাশ্যে আনল আমেরিকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক  শনিবার মার্কিন সেনা হামলায় নিহত হয়েছে আইএস প্রধান আবু বকর আল বাগদাদি৷ দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে বাগদাদির ডেরায় পৌঁছতে সক্ষম হয় মার্কিন সেনা দল৷ এক দিকে যেমন বাগদাদিকে খতম করা সম্ভব হয়েছে তেমনই বাগদাদির দুই স্ত্রীকেও খতম করা সম্ভব হয়েছে তাই হামলার পর বাগদাদির ডেরার অবস্থা কেমন হয়েছিল? কীভাবে খতম করা হল তাঁকে এই সংক্রান্ত গোটা পর্বের ভিডিও প্রকাশ করল পেন্টাগন৷

যেহেতু এর আগে বেশ কয়েকবার আবু বকর আল বাগদাদির মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল তাই এবার তাঁর মৃত্যুর সত্যতা সকলের প্রকাশ্যে আনতে ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে ভিডিওটি প্রকাশ হয়েছে তাতে সাদা কালো ছবিতে ধরা পড়েছে অভিযানের দৃশ্য৷ দেখুন ভিডিও-

উল্লেখ শনিবার আইএস প্রধান বাগদাদির ডেরায় হামলার পর রবিবার মার্কিন প্রশাসনের তরফ থেকে আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়৷ শনিবার ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদী সিরিয়ার ইদলিব প্রদেশের বরিস এলাকায় মার্কিন সেনা অভিযানে নিহত হয়৷ জানা গিয়েছে এই অভিযানের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ইরাক সিরিয়া ও তুরস্কের সাহায্য পেয়েছিল৷

সম্পর্কিত খবর

X