বাংলা হান্ট ডেস্ক : সারে জাহা সে আচ্ছা, বন্দেমাতারাম, জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা, হ্যাঁ ঠিকই শুনেছেন এসব ভারতীয়। জাতীয় সংগীত ভারতবাসী নিজের কন্ঠে নয় নিজের মন নয় নিজের হৃদয় থেকে উচ্চারণ করে আসছে। জাতীয় পতাকা কি করে নিজের আত্মসম্মান এর চেয়েও বেশি দেশের সম্মান। একটু বেশি সম্মান। কিন্তু তাকেই পাড়িয়ে যদি উঠতে হয় স্টেজে? তবে তার চেয়ে লজ্জাজনক অধ্যায় হয়তো আর দেশবাসী হিসাবে নেই। হ্যাঁ অনুপম বাবু এমন একটি ছবি পোস্ট করেছেন জানিয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চাপড়ার বিজেপির ফেসবুক পেজ থেকে তিনি এই ছবি পেয়েছেন বলেও জানিয়েছেন। এবং তিনি ছবি পেয়ে তার সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন আর অনুপম এই ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট বক্সে তীব্র নিন্দা জানিয়েছেন।
এটি চাপড়ার ব্লক তৃণমূলের অনুষ্ঠান বলে ক্যাপশনে লিখেছেন অনুপম-, ‘গতকাল কালীপূজার প্রতিমা নিরঞ্জনের জন্য চাপড়া ব্লক তৃণমূল এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে ওঠার সিঁড়ি আমাদের জাতীয় পতাকার Colour Combination এ তৈরি করা হয়েছিল, যাতে সেই সিঁড়িতে পদধূলি দিয়ে তৃণমূলের জাতীয়তাবাদী নেতারা মঞ্চে উঠতে পারে। এটা কি চাপড়ার লজ্জা??? …নাকি বাংলার লজ্জা ???…নাকি দেশের লজ্জা ???’