বাংলা হান্ট ডেস্ক : অ্যাপের মাধ্যমে তথ্য হাতানোর ঘটনা নতুন কিছু নয়৷ মোবাইলে এমন অনেক অ্যাপ রয়েছে যার মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে৷ এর আগে এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন অনেক গ্রাহকই৷ সাইবার হ্যাকাররা তথ্য হাতানোর জন্য কার্যত বুঁদ হয়ে থাকে, এবার লাইক পেট্রোল অ্যাপের মাধ্যমেই ইনস্টাগ্রামে থাকা ব্যক্তির তথ্য হাতানোর অভিযোগ উঠলেও৷ জানা গিয়েছে লাইক পেট্রোল অ্যাপের মাধ্যমে সাইবার দুষ্কৃতীরা ইনস্টাগ্রামে থাকা ব্যক্তির যাবতীয় তথ্য হাতিয়ে নিয়ে সমস্যায় ফেলছে গ্রাহকদের তাই এ বার তথ্য হাতানো থেকে গ্রাহকদের রক্ষা করতে লাইক পেট্রোল অ্যাপ বন্ধ করেছে ইনস্টাগ্রাম৷
সূত্রের খবর তথ্য ঘাটার শর্তাবলি লঙ্ঘনের জন্য লাইক পেট্রোল কে শীঘ্রই অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ৷ যদিও লঞ্চ হয়েছে মাত্র ছয় মাস কিন্তু এরই মধ্যে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে আর তাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম পাশাপাশি নির্মাতাদের তৈরি অন্যান্য অ্যাপ গুলিকেও খতিয়ে দেখছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ৷ উল্লেখ্য জুলাই মাসে আইওএস এ লঞ্চ হয়েছিল লাইফ পেট্রোল অ্যাপ৷ প্রথম কয়েক মাস গ্রাহকরা সুবিধা পেলেও আস্তে আস্তে তথ্য চুরির অভিযোগ উঠে আসে আর এতেই শীঘ্র অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইনস্টাগ্রাম৷